চিনলে মানুষ রতন,সে থাকে না আগের মতন
আমি জুনুনের গান শুনি,স্ট্রিং,কল,আদাত,নুসরাত ফতেহ আলি-র গান শুনি।
আমি এ.আর রহমান,আলকা ইয়াগনিক,আশা,সুনিধি,মোহিত চৌহান, কিশোর কুমারের গান শুনি।
আমি সরোজিনি নাইড়ু,রবিন্দ্রনাথ পড়ি।
আমি আল্লামা ইকবাল,আদা জাফরি,নাসির কাজমি পড়ি।
আমি কি ভাদা নাকি পাদা?
গ্লোবালাইজেশনের যুগে আমার তোমার বলে কি কিছু আছে? তুচ্ছ জাতীয়তাবোধের দোহাই দিয়ে কেন নিজেকে চার দেয়ালে আবদ্ধ করে রাখবো?হ্যাঁ প্রতিটা দেশের নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে। সে কারণে আমরা সাধারন জনগণ কেন কুয়োর মধ্যে ঢুকে থাকব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।