এই ব্লগে কি কিছুই বলা যাবে না ? বললেই ছাগু হওয়ার সম্ভাবনা থাকবে নাইলে ভাদা ? আপনারা মুজিব এবং জিয়া কে বানিয়ে ফেললেন দুইটি আলাদা সত্তা ,আসলে কি তাই ? না মোটেও না । একটি পরিবারের জন্ম দেয় পিতা আর সেই পরিবার এগিয়ে নিয়ে যায় তার সুযোগ্য সন্তান। এখানে পিতা জন্ম দেয়ায় বড় হয়ে যায় না কিংবা সেই সন্তানটি ছোটও হয়ে যায় না বরং তাদের উভয়েরই একটি আলাদা স্থান থাকে । ধরুন এই পরিবারটির পিতা বঙ্গবন্ধু মুজিব আর ওই সুযোগ্য সন্তানটি মেজর জিয়া তাহলে কি দাড়ায় তিনি এই জাতির জন্ম দিয়েছিলেন আর তার সুযোগ্য পুত্র এই দেশকে পচাত্তর পরিবর্তী সময়ে দেশকে রক্ষা করেছিলেন আশুবিপদ থেকে এবং এগিয়ে নিয়েছিলেন বহুদূর তাই নয় কি ?
এরা আমায় শিখেয়েছে সত্যি বলতে এরা আমায় শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে বলতে , এরা আমায় শিখিয়েছে মত প্রকাশ করতে সাধিনভাবে । কেননা এরা তাদের সারা জীবন বলেছেন যা কিছু অন্যায় দেখেছেন ।
তো সেটাই আমি করতে চাই এবং করেছিলাম , এটাই কি আমার অপরাধ আমি হয়ে গেলাম ছাগু ?
কালকে কিছু ব্লগার মোটামুটি অখ্যাত ব্লগার যাদেরকে আগে তেমন কিছুই লিখতে দেখা যায় সাধীনতার পক্ষে কিংবা যেই যুদ্ধ অপরাধিদের বিচার হচ্ছে তাদের বিপক্ষে কোনো কথা বলতে বরং হটাত করে উথান ঘটে এইসব ব্লগারদের এবং যে কাও কেই বলে উঠবে ছাগু । আবার এই বিচারের পক্ষে যে লিখব তাতেও সমস্যা বলে উঠবে ভাদা ।
আমি ছাগু কিনা আমি বলতে পারছি না তা আপনারা বলবেন ,তবে আমি যতটুকু বুঝি একাত্তরের দালালদের সাপোর্ট করা হলে ছাগু বলা যায় কিন্তু আমারদেশের যেই দুইটি মানুষকে আমি লালন করি আমার বুকে তারাতো দেশের শ্রেষ্ঠ সন্তান ।
শুনে রাখ দালালের দলেরা যারা ছাগু বলবি আমি বুকে লালন করি মুজিব,এইবার বল ছাগু, সাথে সাথে ওই বজ্রকন্ঠের মত তোদের উপর পরবো
ওই দেখো আরেক দল প্রস্তুতি নিচ্ছে আমায় ভাদা বানাবে , শুনে যা ঐসব দালালদের বলছি বুকের এক পাশে মুজিব থাকে তো আরেক পাশে রেখেছি জিয়া ,বল কিছু এবার ওই সাহসী পুরুষের মত মেরা তক্তা বানাই দিব ।
তাদের দুই জনের সপ্ন ছিল সোনার বাংলা বানানো ,সোনার মানুষ তৈরী করা আজ কি সেই সোনার বাংলা আর সোনার মানুষদের উধারণতো এই ব্লগে আসলেই পাওয়া যায় ।
আপনারা একজন বলছেন মুজিবকে বাকশালী আরেক জন উত্তরে জিয়া কে বলছেন মুজিব হত্যাকারী তাহলে কি দাড়ালো এদের দুই জনই দেশবিরোধী . আপনারা এই দুই জনের ভালো দিক গুলি যত না তুলে ধরেন এর চেয়ে খারাপ ,নিচু দিক গুলি ধরে টানা হিচরা করেন যা মোটেও শোভনীয় নয়।
লজ্জা লাগে আপনাদের মত মানুষদের জন্য যারা দেশের দুই মহান ব্যক্তি নিয়ে এরূপ নাটকের জন্ম দেন এবং এক জাতির ভিতর বিভেদ ঘটান ছাগু - ভাদা বলে । মনে রাখবেন এটি কখনই উনাদের প্রদর্শিত পথ হতে পারে না। আপনারা আপনাদের অবস্থান ঠিক করুন আগে যে আপনারা আজ কই আছেন ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।