আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশর চোরের কাছে স্বয়ং ভগবানও অসহায়!

ক্যাচাল খুব ভালো লাগে

গতকাল ঢাকাশ্বরী মন্দির থেকে চুরি হয়ে গেলো ২০০ ভরি স্বর্ন.....স্বয়ং দেবতার গলা থেকে চোর খুলে নিয়ে যায় সেগুলো......অসহায় দেবতার কিছুই করার ছিলোনা তখন......কিবা করার থাকবে? দেবতা উনিতো নিজেই ডিপেন্ড করেন বাংলাদেশ প্রশাসনের উপর......প্রশাসন যদি এই শীতের রাতে নাকে তেল দিয়ে ঘুমান, দেবতার কিবা করার থাকে? দেশে কখনোই চুরি, ডাকাতি, খুন খারাবি ছিলোনা..এটা আমি বলবো না....কিন্তু দেশের মানুষ এইবার বংগবন্ধু কন্যাকে অনেক ভোটে জয়যুক্ত করেছিলেন শুধুমাত্র অরাজকতার হাত থেকে বাচার জন্য.......দেশের অধিকাংশ মানুষের সমর্থন থাকা স্বত্তেও দেশের মানুষকে নিরাশ করেছে এই সরকার....কারন তারা জেগে জেগে ঘুমায়। বিশ্বকাপ নিয়ে ওদের প্রিপারেশন সম্পর্কে আলাদা পোস্ট দিবো মনে করেছিলাম.......কিন্তু গতপরশু এটিএন নিউজে একটা রিপোর্ট দেখে মনটা এতো খারাপ হলো ...এ দেশের স্বরাস্ট্রমন্ত্রনালয়কে আমি ঘৃনা করার ভাষা হারিয়ে ফেলেছি। "........শিশুদের চুরি করে একটা পাতিলে রাখা হয়......প্রতিদিন এক চামচ পরিমান ভাত এবং পানি খাওয়ানো হয়........এভাবে দিনের পর দিন চলতে থাকায় তারা সম্পুর্ন হাড্ডিসার হয়ে যায়......তখন তাকে ভিক্ষার জন্য পাচার করা হয়......." এই নির্মমতা মানুষ খুনকেও ছাড়িয়ে যায়। ঢাকার রাস্তায় অহরহ এই ধারনের দৃশ্য দেখা যায়। খেয়াল করলে দেখবেন......কিছু কিছু বিকলাংগ ভিক্ষুক......যাদের নিজের পক্ষে চলাচল অসম্ভব তারা নিয়মিত ঢাকার বিভিন্ন গুরুত্বপুর্ন স্পটে নিয়মিত অবস্হান নেন। একটা সিন্ডিকেট প্রতিদিন তাদের খুব সকালে রেখে যায় এবং মিডনাইটে সরিয়ে নিয়ে যায়। এই সিন্ডিকেটই আমার ধারনা শিশুপাচার সহকারে বিভিন্ন ধরনের কুৎসিত কাজে অংশ নেয়। এই সিন্ডিকেটকে ফলো করলেই পুরা গ্যাংটা ধরে ফেলাটা অসম্ভব কিছু না.......অথচো যুগের পর যুগ আমাদের দেশে এগুলো চলেই আসছে......আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাস্ট্রমন্ত্রীর চোখে যদি এগুলো না পরে থাকে তাহলে আমি বলবো উনারাও এই সিন্ডিকেটের সাথে জরিত.....নতুবা যুগযুগ ধরে চলতে পারে না। আল্লাহ অবশ্যই উনাদের কৃতকর্মের জন্য পুরষ্কিত করবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.