সুন্দর সমর
'ডিজিটাল' বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন আমাদের ধরিয়ে দেয়া হয়েছে। স্বপ্ন দোষের কিছু নয়। তবে তাতে বাস্তবতার রুপ-রস-গন্ধ লাগানোর চেষ্টা না করলে তা শেষ পর্যন্ত দোষের স্বপ্ন হতে পারে। যে যাই হোক, 'ডিজিটাল' বাংলাদেশে বাংলাভাষাকে 'ডিজিটাল' (এখামে মানে করতে হবে, কমপিউটারে সহজে ব্যবহার উপযোগী) করার কাজে অগ্রগামীদের একুশে পদক দেয়া হবে ভেবেছিলাম। এর আগে মনে হয় মোস্তফা জব্বার সাহবে একুশে পদক দেয়া হয়েছে।
তার বিজয় আবিষ্কারের জন্য। বাংলাভাষার জগতে বিজয়ের পর সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার অভ্র। কমপিউটার জগতের সবর্ত্র বাংলাভাষা আজ অবাধে গমন করছে এই অভ্রের কল্যাণে। সে দুরন্ত চিন্তা থেকে এর আগে আহবান জানিয়েছিলাম, অভ্রকে একুশে পদক দেয়া হক। অভ্রকে পদক তো দেয়া হয় নি।
এমনকি এবছরের পদক তালিকায় কোনও 'ডিজিটাল' ব্যক্তিত্বের নামও দেখিনি। সামনে স্বাধীনতা দিবসের পদক ঝুলছে। তখন পুরান এ প্রস্তাবটি আবার বিবেচনা করা যায়? আপনারা কি বলেন??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।