বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
বাংলাদেশের দুই সেনাশাসক জিয়া ও এরশাদ অবশ্যই অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। কিন্তু তারা দু'জন তো আর সাধারণ প্রেসিডেন্ট ছিলেন না। তাই তাদের প্রসঙ্গ আসছে না।
তবে আমি এক জনকে দেখেছি যিনি ছিলেন একই সাথে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী(প্রধানউপদেষ্টা),১২ টি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ আরো অনেক কিছু। মনে আছে, ২০০৬ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে একটি জরুরী কাজে হেঁটে হেঁটে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার পাশ দিয়ে যাচ্ছিলাম। সে দিন আবার অবরোধ ছিল। রিক্সা পর্যন্ত চলছিল না ওখানে। ফুটপাত ধরে হাঁটছিলাম।
হঠাৎ একজন ওয়াকিটকিধারী পুলিশ এসে বলল, থামেন, থামেন, রাস্তার দিকে না তাকিয়ে উল্টাদিকে মুখ করে তাকিয়ে দাঁড়িয়ে থাকুন।
আমি চমকে গেলাম। আইনের লোকের কথা তো মানতেই হবে। তাই উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে রইলাম। সহসা দেখি শা শা শব্দে পুলিশ পেট্রল কার সহযোগে পতাকা উড়িয়ে আসছে একটি মোটরকেড।
আড়চোখে তাকিয়ে দেখি পতাকাবাহী গাড়ীতে ঝিম মেরে বসে আছেন সেই ব্যক্তিটি যিনি কিনা বাংলাদেশের ইতিহাসের সব চেয়ে ক্ষমতাধর ব্যক্তি। জনাব ইয়াজ উদ্দিন আহমেদ। যাকে মিছিল-মিটিং-এ বলতে শুনতামঃ ইয়েস উদ্দিন। গুলশান না বনানীর কোন এক ভবন নাকি ছিল রোবট ধরনের এই ব্যক্তির রিমোট কন্ট্রোল। সেখান থেকে বোতামের টিপে তিনি নিয়ন্ত্রিত হতেন।
দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আহা কি শান্তি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।