ডিপার্টমেন্টের খেলায় ১২ রানে হেরে গেলাম আজ । ছোট ভাইদেরকে বললাম আমারে নিস না আমি প্রায় ৪ বছর হলো ক্রিকেট খেলি না । যাই হোক ফিল্ডিংয়ে নেমে প্রথম বলেই ক্যাচ মিস! মিসকারী ব্যক্তিটি আমি নিজেই ! ক্ষোভে আর লজ্জায় চুল ছিড়তে ইচ্ছে করছিল । ছোট ভাইয়েরা আমারে উল্টা সান্তনা দিচ্ছিল! ব্যাপার না ভাই ! ছোটভাইদের কাছে সান্ত্বনা পেয়ে সারা ম্যাচে আমার উজ্জীবিত হওয়ার কথা, কিন্তু আমি উল্টা প্রচন্ড স্নায়ুচাপে ভুগলাম ! ব্যাটিং-এ নেমে উরাধুরা মেরে ১০-১১ রান বোধ হয় করেছি! ক্যাপ্টেনরে কইলাম পরের ম্যাচে আমি কিন্তু বাদ পড়তেছি, ক্যাপ্টেন মাথা চুলকাইতে চুলকাইতে কয়, ভাই কি যে বলেন! আপনি খেলবেন পরের ম্যাচেও । তবে আপনার ব্যাটিং নিয়া আমরা খুবই আশাবাদী ছিলাম, যাই হোক ব্যাডলাক । বিঃদ্রঃ আমার ব্যাটিং নিয়া আশাবাদী হওয়ার কারণ, গতকাল ব্যাটিং প্রাকটিসের সময় ২ ওভার ব্যাট করেছিলাম । এই ২ ওভারে প্রতিটা বলকে পিটিয়ে মল চত্ত্বর থেকে কলা ভবনের কাছাকাছি পাঠিয়ে ছিলাম ! গতকাল নিজের ব্যাটিং দেখে আমি নিজেই হতভম্ব হয়েছিলাম ! যারা হার্ড হিটিং ব্যাটিং করতে চান তাদেরকে বিনামূল্যে একটা খাটি উপদেশ দেই... যেই বোলিং করুক না কেন, তাকে ভাববেন সে আপনার পছন্দের মানুষকে আপনি অফার করার আগেই ভাগিয়ে নিয়ে গেছে! তারপর দেখবেন ব্যাটিং কাকে বলে ! আমি নিজেই এর ফল হাতে নাতে পেয়েছি গতকাল !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।