এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারনাল হার্ড ড্রাইভের ডেটা সংরক্ষণ ক্ষমতা বাড়াতে হিলিয়াম গ্যাস ব্যবহারের নতুন এক প্রযুক্তি নিয়ে এসেছে শীর্ষস্থানিয় কম্পিউটার হার্ড ড্রাইভ নির্মাতা ওয়েস্টার্ন ডিজিটাল কর্পোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান এইজজিএসটি। এইজজিএসটির তৈরি আল্ট্রাস্টার এইচই৬ হার্ড ড্রাইভে বাতাসের জায়গায় আছে হিলিয়াম গ্যাস। যার ফলে আর দশটি সাধারণ হার্ড ড্রাইভের মতো দেখতে এইচই৬-এর ডেটা সংরক্ষণ ক্ষমতা দেড় গুণ।
আকার আকৃতিতে বাজারের অন্যান্য হার্ড ড্রাইভগুলোর মতোই দেখতে এইচই৬। ৬ টেরাবাইট ডেটা সংরক্ষণ করা যায় এতে। হার্ড ড্রাইভটিতে বাতাসের জায়গায় হিলিয়াম গ্যাসের উপস্থিতির কারণে এর ডেটা সংরক্ষণ ক্ষমতা বেড়েছে শতকরা ৫০ শতাংশ।
ডেস্কটপ হার্ড ড্রাইভ আর এন্টারপ্রাইজ ক্লাস হার্ড ড্রাইভের পার্থক্য হচ্ছে, ডেস্কটপ হার্ড ড্রাইভের তুলনায় বেশি তাপ ও কম্পনসহনশীল এন্টারপ্রাইজ ক্লাস হার্ড ড্রাইভ, তুলনামূলক বেশি টেকসই আর দামটাও বেশি। ব্যক্তিগত পর্যায়ের থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়েই এন্টারপ্রাইজ ক্লাস হার্ড ড্রাইভের ব্যবহার বেশি হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।