আমাদের কথা খুঁজে নিন

   

হার্ড ডিস্ক এর ওজন বাড়ে কিভাবে??---বোকায় বলে কি??



দুনিয়াতে টেকনোলজি নিয়া খালি উম্মাদনা না, হয় অনেক মজার মজার কাহিনী। এজকে শুনুন একটা কাহানী আগে শুনে থাকলে আমার দোষ নাই কিন্তু *********************************************** মাইক্রোসফট এর আন্সারস ফোরাম এ এক টেকি বলদ পোস্ট দিছে, তার নাকি হার্ড ডিস্ক এর ওজন বাইড়া যাইতেছে। কারন হল অনেক ফাইল লোড করার কারনে। এখন সমস্যা হইল তার ঘাড় এ অনেক ব্যথা, সে বেশি ওজন নিতে পারবে না। তাই জানতে চাইছে কত ফাইলে কত ওজন হয়, তাহলে সে হিসাব কইরা ফাইল এবং সফটওয়্যার ইন্সটল করত। তার এক্সবক্স এর ও নাকি একই অবস্তা, অনেক গেমস লোড করার কারনে এখন ঐটার অনেক ওজন হইছে।কিন্তু ওইটা নিয়ে তার চিন্তা না, কারন এক্সবক্সটা তুলতে হয়না। বুজেন এখন অবস্তা লিঙ্ক দেখেন নিচেরটা (আমার বন্ধুর কাছ থেকে পেলাম) আমার হার্ড ডিক্স এর ওজন বারতাছে প্লিজ হেল্প করেন কত কিসিমের মানুষ যে আছে ভাইরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.