অপ্রিয় ছাগু ভাই এবং ছাগী বোনেরা, জানি আপনাদের আজ বড়ই দুঃখের দিন।আপনাদের দুঃখিত হওয়াটা স্বাভাবিক তবে সাইদী সাহেব কেন বিমর্ষ হলেন বুঝলাম না ! আবার নাকি আপিল ও করবেন ! উনার তো খুশি মনে রায় মেনে গলায় ফাস পড়ার কথা ! উনি নাকি আলেম মানুষ ! ওয়াজ-নসিহত করে তো অনেক সওয়াব কামিয়ে এতদিনে জান্নাত নিশ্চই অবধারিত করে ফেলেছেন ! উনি তো নিশ্চিত ৭০ টি হুর্ পরী উনার জন্য অপেক্ষা করে অস্থির চিত্তে আছেন; মেশিনম্যান বলে কথা ! উনার আবার কি দুঃখ! আলেমরা তো দুনিয়াবী জিনিস নিয়ে দুঃখ করেন না ! উনি যেহেতু অনেক বড় আলেম তাই উনার এখন করনীয় হল অধীনস্থ ছাগুদের বলা যে উনার জন্য দেশে যাতে সহিংসতা না চালায়।কারণ প্রকৃত আলেমরা চান না সমাজে বিশৃঙ্খলা হোক! কারণ প্রকৃত আলেমরা কখনো ব্যক্তিস্বার্থ চিন্তা করেন না ! সাইদী সাহেব এত বড় আল্লামা ! উনি কি উনার নিজের স্বার্থের জন্য আপনাদের বিপথগামী করতে পারেন ? আপনারাই বলেন ? উনার তো উচিত রাসূল (স) এর আদর্শে আদর্শিত হয়ে সবাইকে দোয়া করে যাওয়া হেদায়াতের জন্য ! তবে উনি অবশ্য খুব রাগী আলেম ! মুখটা তাই মাঝে মধ্যে খারাপ হয়ে যায় আর কি !! একবার উনার একটা সিডি দেখছিলাম। আলেম্ সাহেব বলছেন - " যারা আমাকে যুদ্ধাপরাধী বলে তারা সবাই এক একটা জারজ সন্তান !!" খুব দুঃখ পেয়েছিলাম ! আলেমরা কি এভাবে গালি দিয়ে কথা বলেন? আপনারাই বলেন ? উনারা তো হন ধৈর্য্যশীল। পরে আসলে ভুল বুঝতে পারলাম ! উনি আসলে অনেক বড় আলেম, তাফসির , মুফাসসির, খ্যাতিমান আল্লামা , তাই হয়ত উনার জন্য গালি দেয়া জায়েজ !! তাই সহিংসতা না করে উনাকে তাড়াতাড়ি উপরে পাঠিয়ে দিন তা না হলে খোদা রাগ করে আপনাদের সহিংসতায় গরম হয়ে সাইদী সাহেব কে দোযখে দিয়ে দিবেন !! পুনশ্চ: ছাগু ভাইয়েরা, আপনাদের প্রিয় মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী সাহেব কে আপনারা তো অনেক পছন্দ করেন। এই সিদ্দিকী ও কিন্তু বলেছেন যে আপনাদের সাইদী সাহেব রাজাকার ছিলেন। আসুন দেখি উনি কি বলেছেন - “মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, কামারুজ্জামান ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর নাম উল্লেখ করে বলেন, এরা মুক্তিযুদ্ধের সময় হয়তো বা ছোটখাটো ইউনিয়নের ছোটখাটো রাজাকার ছিলেন কিন্তু যুদ্ধাপরাধী ছিলেন না। " - শুক্রবার ১৬ ডিসেম্বর ২০১১ (প্রথম আলো ) হা হা কি হাস্যকর ! রাজাকার আর যুদ্ধাপরাধীদের মধ্যে পার্থক্যটা কি ভাই ? তারপরেও ধন্যবাদ কাদের সিদ্দিকী কে যে তিনি অন্তত সাইদী যে রাজাকার ছিলেন তা স্বীকার করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।