আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াশিংটন পোস্ট কিনে নিচ্ছেন অ্যামাজন বস

২৫ কোটি ডলারে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট কিনে নিচ্ছেন অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বিজোস। গত ৮০ বছরেরও বেশি সময় ধরে পত্রিকাটির মালিকানা ছিল যুক্তরাষ্ট্রের গ্রাহাম পরিবারের হাতে। ওয়াশিংটন পোস্টের সঙ্গে এর অন্যান্য প্রকাশনাও ব্যক্তিগতভাবে কিনে নিচ্ছেন অ্যামাজন বস।

পত্রিকাটির প্রধান নির্বাহী ডোনাল্ড গ্রাহাম এক বিবৃতিতে বলেন, এই দীর্ঘ সময়ে সংবাদপত্র শিল্পের নানামুখী চ্যালেঞ্জগুলো মোকাবেলার কথা ভাবলে আমাদের মনে হয়, আর কোনো মালিক পোস্টকে এর চেয়ে ভালভাবে চালাতে পারত কি না। জেফ বিজোস ইতোমধ্যে নিজেকে একজন প্রতিভাধর প্রযুক্তি ব্যবসায়ী হিসাবে প্রমাণ করেছেন। তাছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ব্যক্তিগত ভাবমূর্তি তাকে ওয়াশিংটন পোস্টের নতুন মালিক হিসাবে যোগ্য করে তুলেছে।

এদিকে, ওয়াশিংটন পোস্টের মালিকানা হস্তান্তরের বিষয়টি আগামী দুই মসের মধ্যে সম্পন্ন  হবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়াটারগেইট কেলেঙ্কারির মতো ঘটনা ফাঁস করে এক সময় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ১৩৫ বছরের পুরনো এই পত্রিকাটি গত বেশ কিছুদিন ধরেই পাঠক হারাচ্ছিল। ইন্টারনেটের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিজ্ঞাপনও কমে আসছিল দ্রুত। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.