ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ
(ছবিটি ওয়াশিংটন পোস্টের সৌজন্যে)
গত ক'দিন থেকে আমাদের এই এলাকায় খুব বৃস্টি হচ্ছে যা আগের সব রেকর্ড ভেঙ্গেছে। গত 24 ঘন্টায় 5 ইঞ্চির বেশী বৃস্টি 1871 সালের রেকর্ডকে অতিক্রম করেছে। কোন কোন জায়গায় প্রায় 10 ইঞ্চির মতোও বৃস্টি হয়েছে। আকস্মিক বন্যা বা ফ্লাশ ফ্লাডে অসংখ্য ঘর-বাড়ী ও রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। অনেক গাড়ী বন্যায় ও কাদা পানিতে ডুবে যায়।
ভবনের বেইজমেন্টে পানি চলে আসায় অনেকগুলো ফেডারেল ভবন ও আন্ডার গ্রাউন্ড ট্রেন স্টেশন বন্ধ হয়ে যায়। হাইওয়েতে পানি চলে আসাতে অনেক জায়গায় গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক বন্যায় এখানকার অনেক ভবনকে বসবাসের অযোগ্য বা কনডেম ঘোষণা করা হয়েছে। পটোম্যাক নদীর পানি বেড়ে গেছে। প্রায় বারো হাজার বিদু্যৎগ্রাহকের বাসায় কোন বিদু্যৎ নেই।
গাড়ী নিয়ে যারা আজকে বের হয়েছেন তারা রাস্তায় ট্রাফিক জামের দুর্ভোগ পোহান। বৃস্টি আরও দু'দিন চলবে। এতে অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবে। এখন স্থানীয় সময় রাত 8:50 মিনিট। বৃস্টি পড়ছে।
নীচের প্রতিবেদনগুলো দেখলে এখানকার অবস্থার ভয়াবহতা আঁচ করতে পারবেন।
এপি নিউজের সৌজন্যে ভিডিও দেখুন: http://tinyurl.com/nxwus
এবিসি সেভেন-এর ভিডিও প্রতিবেদন দেখুন: http://tinyurl.com/n8ddo
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।