সান্তিয়াগো, ৮ জানুয়ারি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনকে এবার মুক্ত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল দক্ষিণ আমেরিকার দেশ চিলি।
শুক্রবার চিলির পক্ষ থেকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।
চিলির এই স্বীকৃতি দেওয়ার জন্য এখনই 'সঠিক সময় নয়' বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়।
অপরদিকে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর বলে হুঁশিয়ারি জানিয়েছে ইসরায়েল।
দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোর মধ্যে ব্রাজিলই ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
ফিলিস্তিনকে ইতোমধ্যে আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া এবং ইকুয়েডর স্বীকৃতি দিয়েছে। মেক্সিকো, পেরু এবং নিকারাগুয়া স্বাধীনরাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।
চিলির পররাষ্ট্রমন্ত্রী আলফ্রেদো মরেনো সাংবাদিকদের বলেন, "চিলির সরকার ফিলিস্তিনকে মুক্ত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকার করার প্রস্তাব গ্রহণ করেছে। "
মরেনো জানান, এই স্বীকৃতি শান্তি আলোচনায় সমঝোতার ক্ষেত্রে সহায়ক হবে বলে তিনি আশা করছেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত সপ্তায় স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় ব্রাজিলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।