আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে নিয়ে আর কত খেলা খেলবে?

ফিলিস্তিনের জাতিসংঘের সদস্যপদ লাভের বিষয়ে গত সোমবার ২৬শে সেপ্টেম্বর ২০১১ তারিখে নিরাপত্তা পরিষদ প্রথম বৈঠকে বসেছে। তবে নিরাপত্তা পরিষদের ভোটাভুটি নিয়ে বিপরীত অবস্হানে রয়েছে যুক্তরাষ্ট্র-ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ন সদস্য পেতে ভোটে জয়ী হওয়ার লক্ষে ফিলিস্তিন তাদের সাদ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রও এ উদ্যোগ ভন্ডুল করতে তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আবেদন মেম্বারশিপ কমিটির কাছে পাঠানোর আগে আগামীকাল নিরাপত্তা পরিষদ পুনরায় আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবে।

পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো প্রদানের হুমকি দেওয়ায় ফিলিস্তিনকে প্রচারনার ক্ষেত্রে কঠোর সংগ্রামর মুখোমুখি হতে হচ্ছে। জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর সাংবাদিকদের জানান, নিরাপত্তা পরিষদের সদস্য বসনিয়া, গ্যাবন ও নাইজেরিয়ার সমর্থন পেতে ফিলিস্তিন এসব দেশে দূত পাঠাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোর দিয়ে বলছে, কেবল সরাসরি আলোচনার মাধ্যমেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। আর এর মধ্যদিয়েই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্টা করা যেতে পারে। উভয় দেশ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পক্ষে ভোটদানে বিরত থাকতে, না হয় ভোট না দিতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

যদিও নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির পক্ষে ৯ ভোট না পড়লে যুক্তরাষ্ট্রকে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে হবে না। পরিষদের ১৫ সদস্যের ৯ সদস্য ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু কূটনীতিকরা বলছেন, ৯ ভোট নিশ্চিত করতে ফিলিস্তিনকে অনেক কাঠখড় পোহাতে হবে। কারন কেবল চীন, রাশিয়া, লেবানন, ভারত, দক্ষিন আফ্রিকা ও ব্রাজিল ভোট দেওয়ার কথা বলেছেন। তবে যাইহোক যুক্তরাষ্ট্র যেন অন্তত শেষ সময় ফিলিস্তিনের অন্তরায় না হয়ে পক্ষে কাজ করে আমরা সেই প্রার্থনাই করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.