আমাদের কথা খুঁজে নিন

   

সদস্যপদ চাওয়ায় শাস্তি হিসেবে ফিলিস্তিনকে ২০ কোটি ডলার সহায়তা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ চাওয়ায় শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র ২০ কোটি ডলার সহায়তা আটকে দিয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করেছে। খাদ্য সহায়তা, স্বাস্থ্য সেবা ও আবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের জন্য ওই অর্থ সহায়তা দেওয়ার কথা ছিলো। মাহমুদ আব্বাস জাতিসংঘে যাওয়ার আগে গত ১৮ অগাস্ট যুক্তরাষ্ট্রের তিনটি কংগ্রেসনাল কমিটি সহায়তা স্থগিতের ওই সিদ্ধান্ত নেয়। শনিবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের চলতি অর্থবছরেই ফিলিস্তিনকে এ অর্থ সহায়তা দেওয়ার কথা ছিলো।

শনিবারই শেষ হচ্ছে এ অর্থবছর। গত ২৩ সেপ্টেম্বর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে মহাসচিব বান কি মুনের কাছে লিখিত আবেদনের পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। আব্বাসের ওই পদক্ষেপের 'সামষ্টিক শাস্তি' হিসেবে মার্কিন কংগ্রেস ওই সহায়তা আটকে দিয়েছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র ঘাসান খাতিব। তিনি বলেন, "এটা এক ধরনের সামষ্টিক শাস্তি। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে।

" "জাতিসংঘে যাওয়ার জন্য শাস্তি পেলে তা হবে দুর্ভাগ্যজনক। " এদিকে ইউএসএইড ইতোমধ্যে পশ্চিম তীর ও গাজায় তাদের সহায়তা কার্যক্রম বন্ধ করে দেওয়া শুরু করেছে। আগামী জানুয়ারির মধ্যে ওই এলাকায় সব ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ও অর্থনৈতিক সহায়তা বন্ধের জন্য সংস্থাটির ওপর চাপ প্রয়োগ করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-কমিটির সদস্য গ্যারি অ্যাকারম্যান (রিপাবলিকান) সোমবার বলেন, "এ ধরনের খুব বিপজ্জনক ও অশুভ উদ্দেশ্যপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য ফিলিস্তিনিকে দেওয়া সব সহায়তা বাতিল করা হতে পারে। " তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন স¤প্রতি ত্রাণের বিষয়টি ওবামা প্রশাসনের কাছে ছেড়ে দেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, "সবাই জানে সারা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সবচেয়ে বেশি ইসরায়েলপন্থী পার্লামেন্টারি কমিটি।

তাদের এটা ঘটা করে দেখানোর দরকার নেই। " জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্যানেল শুক্রবার প্রথমবারের মতো ফিলিস্তিনের আবেদন নিয়ে আলোচনায় বসে। বৈঠক শেষে জাতিসংঘে লেবাননের প্রতিনিধি নওয়াফ সালাম বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে আবারো আলোচনায় বসতে কমিটির সবাই রাজি হয়েছেন। সূত্র :ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.