আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনকে রাষ্ট্র মানছে গুগল

ফিলিস্তিন থেকে ঢোকা গুগলের দেশভিত্তিক হোমপেইজে গুগল লোগোর নিচে আরবি ও ইংরেজিতে ‘ফিলিস্তিন’ লেখা দেখতে পাবেন ব্যবহারকারীরা।দেশটির জন্য বরাদ্দ করা টপ লেভেল ডোমেইন গুগল ডট পিএসে গেলে ‘ফিলিস্তিন’ নামটি দেখা যাচ্ছে।
গুগলের এই সিদ্ধান্তকে ‘আগ বাড়িয়ে’ বলে মনে করছে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে অস্বীকার করা ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পশ্চিম তীরকে জুডিয়া ও সামারিয়া নামে উল্লেখ করে থাকে।
২০১২ সালের নভেম্বরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতার মুখেই জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায় ফিলিস্তিন।
শুক্রবার গুগলের মুখপাত্র নেথান টাইলারের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, তারা জাতিসংঘ, আইক্যান (ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফর অ্যাসাইনড নেইমস অ্যান্ড নাম্বারস), আইএসও (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পরামর্শ নিয়েই এই পরিবর্তন করেছে।
গুগলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনী কর্তৃপক্ষ।
২৯ নভেম্বর জাতিসংঘ স্বীকৃতি দেয়ার পরপরই গুগলসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে ‘ফিলিস্তিন অঞ্চলসমূহে’র বদলে ‘ফিলিস্তিন’ ব্যবহার করার অনুরোধ জানিয়ে চিঠি দেয় তারা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।