আমাদের কথা খুঁজে নিন

   

সবার প্রথমে তুমি মানুষ

কলপনার মাঝে ভেসে আছি

জগতে কে আছে বলো কে তোমায় করবে ধন্য? রোজকার বেচাকেনার হাটে না ভেবে পন্য । যদি কেউ থাকে তবে দাড়াক না বুক ঠুসে ভেবে নিক, কার খুশি কিসে? শতছিন্ন কুড়েঘরে জন্মেছো তুমি বলে মূল্য কি ডুবে গেল মলিনতার ছলে কোন ছায়া কোন পরশের তরে হীন হবে তুমি সমাজের দ্বারে । ধর্মের বিধানে সকলেই যদি ভাই তবে কিসের এত অহমিকা লোকেদের মাঝে? কিসের এত কার্পন্যতা উদারতার কাছে? অর্থই কি সবকিছুর মাপকাঠি নাকি সে বুঝে কোনটা নকল আর কোনটা খাঁটি। লোকে তোমার পরিচয় দিতে না হয় করছেই দ্বিধা সবার উর্ধ্বে তুমি মানুষ বলিতে যে নেই বাধা । মানুষ সৃষ্টি করেছেন যিনি তিনিই করেছেন অর্থের সৃষ্টি ব্যবধানের চূড়ায় যে রীতিনীতি সে কেবল মানুষেরি সৃষ্টি । কুড়েঘর হোকনা ধূসর সে তো তোমারি আবাস জন্মিবার কালে কারি ছিল হাত প্রাসাদে তোমায় দেখাবে প্রভাত । আজ কেন তবে, মিছেমিছি বদ্ধ শিকল তুচ্ছ বলে ভেঙ্গে দেও সব ঘেরাকল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.