আমাদের কথা খুঁজে নিন

   

'সকলের সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে শত্রুতা নয়' - এই নীতির ভিত্তিতে আমরা আমাদের প্রতিবেশী দেশ এবং বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছি - প্রধানমন্ত্রী



ফুলবাড়ী সীমান্তে বিএসএফ'র গুলিতে শিশু নিহত কুড়িগ্রাম, ৭ জানুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক শিশু নিহত হয়েছে। তারা নিহত শিশুটির লাশ টেনেহিঁচড়ে ভারতের ভেতরে নিয়ে যায়। এ সময় বিএসএফ এক মহিলা সহ দুই বাংলাদেশি নাগরিককে অপহরণ করে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, ভোর সোয়া ৬ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের ৯৪৭নং আন্তর্জাতিক মেইন পিলারের ৩ ও ৪নং সাব পিলারের পাশ দিয়ে কন্যা শিশু ফেলানী (১২) সহ তিনজন হেঁটে যাচ্ছিল। এ সময় ভারতের চৌধুরীর হাট বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বিনা উস্কানিতে তাদের উপর গুলি বর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় শিশু ফেলানী। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘণ করে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূ_খন্ডে ঢুকে নিহত শিশুর লাশ টেনেহিঁচড়ে নিয়ে যায়। সেই সাথে নিহত শিশুর সাথে থাকা এক মহিলা সহ দুই বাংলাদেশি নাগরিককে অপরহণ করে।

কুড়িগ্রাম ২৭ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুরো ঘটনা সম্পর্কে অবগত হওয়া এবং নিহত শিশু ও অপহৃত দুই বাংলাদেশীকে ফেরত আনার ব্যবস্থা করতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। (শীর্ষ নিউজ ডটকম/প্রতিনিধি/ডিএইচ/এমএইচ/১৩.২৬ঘ) Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.