আমাদের কথা খুঁজে নিন

   

কিছুক্ষণ আগে আগুন লেগেছে হাজারীবাগ পেইলাক গোডাউনের পেছনে


কিছুক্ষণ আগে, রাত প্রায় এগারটায় হাজারীবাগ গজমহল এলাকায় অবস্থিত পেইলাকের গুডাউনের পেছনে আগুন লাগে। আগুনের তীব্র লেলিহান শিখায় আশপাশের হাজার হাজার মানুষ জড় হয়। পেইলাকের ছ’তলা ভবনটি ধোঁয়ায় আচ্ছ্ন্ন হয়ে পড়ে। যতটুকু ধারণা করতে পারি ভবনের পেছনের ভাঙ্গারীর দোকানে আগুনের সুত্রপাত। আশে পাশে অনেকগুলো ট্যানরী ও ফ্যাক্টরী থাকলে কোথাও আগুন ছড়ায়নি ।

আগুন মাত্র বিশ-পঁিচশ মিনিট স্থায়ী হয়েছিল মাত্র। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে ২০ মিনিটের মাথায় । অবশ্য ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুনের তীব্রতা অনেকখানি কমে আসে। আগুন লাগার কয়েক মিনিটের মাথায় হাজারীবাগ বৌবাজার এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছন্ন করা হয়। আধা ঘন্টার মধ্যে , আগুন নিয়ন্ত্রণে আশার পর, বিদ্যুৎ চলে আসায় এই পোস্টটি দেয়া সম্ভব হল।

আমি একটি ট্যানারীর ছাদের উপর দাড়িয়ে যতটুকু সম্ভব আমার অলিম্পাস টি-১০০ ক্যামেরা টি দিয়ে কয়েটি ছবি নিলাম কিন্তু দুঃখের বিষয় ফাশ(!) ছিল না। ১. ২. ৩. ৪.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।