লেখা দেখুন; লেখককে নয় । আগের পোস্টে দে.হো.সাইদির ফাঁসি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম। রায় হবার পর দেখলাম সেই সন্দেহ অমুলক। খুবই আনন্দ লাগছে এই কসাইটার ফাঁসি হওয়ায় ।
আমার নানাবাড়ি পিরোজপুরে (মঠবাড়িয়া ) ।
মা- রা ৬ বোন,কোন ভাই নাই। ৭১ এ সবাই ছিলেন কিশোরী- তরুণী । আমার মার বয়স তখন ১৮। যখন মিলিটারি নামে, তারা চলে যান গোপখালি,তার মামার বাড়িতে । সেখান থেকে সুন্দরবনের একদম কাছে এক গ্রামে আত্মগোপন করেন।
মার মুখে শুনেছি দেলু রাজাকারের অত্যাচারের কথা। (দেলুর বাড়ি কিন্তু পিরোজপুরেই)। যারা প্রবীণ আছেন, তারা এখনো তার কথা ভাবলে চমকে উঠেন । হত্যা-ধর্ষন-লুটপাট -জোর করে ধর্মান্তরকরণ, কি করেনি সে। আশা করি তার ফাঁসিতে ৭১ এর শহিদদের আত্মারা শান্তি পাবেন।
এখন আশা করব যথাশিঘ্র তার ফাঁসি কার্যকর হবে। যদিও তার আইনজীবী উচ্চ আদালতে যাবার কথা বলেছেন। টিভিতে দেখলাম তিনি এই বিচারের ভার আল্লাহ ও দেশবাসির উপর সোপর্দ করেছেন। যাই হোক, কতজনে তো কত কিছুই বলে। ফাঁসিটা হইলেই বাঁচি ।
ম্যাশিনম্যানের ম্যাশিন বন্ধ হোক।
স তে সাইদি চোরা
তুই রাজাকার,তুই রাজাকার।
জয় বাংলা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।