কলম্বীয় পপ গায়িকা শাকিরার বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিক অ্যান্টোনিও ডে লা রুয়ার করা তিনটি মামলাই সম্প্রতি খারিজ করে দিয়েছেন লস অ্যাঞ্জেলেস আদালত।
শাকিরার আয়ের একটি অংশ পাওয়ার জন্য ১০০ মিলিয়ন ডলারের মামলা করেছিলেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো ডে লা রুয়ার ছেলে অ্যান্টোনিও।
আদালতে দাখিল করা কাগজপত্রে অ্যান্টোনিও উল্লেখ করেন, শাকিরা নামটি একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এর পুরো কৃতিত্ব নিজের বলেই মনে করেন অ্যান্টোনিও। এ ছাড়া শাকিরার তুমুল জনপ্রিয় ‘হিপস ডোন্ট লাই’ ও ‘ওয়াকা ওয়াকা’ গান দুটি তৈরির ভাবনাও প্রথম তাঁর মাথায় এসেছিল বলে দাবি করেন অ্যান্টোনিও।
এসব কারণেই তিনি মনে করেন, শাকিরার আয়ের একটি অংশ তাঁর প্রাপ্য।
শাকিরা ও অ্যান্টোনিও দীর্ঘ ১১ বছর একসঙ্গে বাস করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের প্রেম টেকেনি। ২০১১ সালের জানুয়ারিতে শাকিরা তাঁর ওয়েবসাইটে লিখেছিলেন, ‘২০১০ সালের আগস্টে আমরা আলাদা হয়ে গেছি। শুরু থেকেই আমার ক্যারিয়ার ও ব্যবসা সামলানোর দায়িত্ব পালন করেছে অ্যান্টোনিও।
আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক না থাকলেও ভবিষ্যতেও সে আমার ব্যবসায়িক অংশীদার হয়ে থাকবে। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।