হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী জেসমিন ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১১টি মামলায় জামিন দিয়েছেন আদালত। আদালত প্রতি মাসে ১০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করার শর্তে তাঁর জামিন মঞ্জুর করেন। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক তাঁকে জামিনে মুক্তির আদেশ দেন।
আদেশে বলা হয়, আসামি একজন নারী। দীর্ঘ নয় মাস ধরে তিনি কারাগারে আছেন। হাইকোর্ট থেকে জামিনে থাকার সময়ও তিনি জামিনের শর্ত ভাঙেননি। আদালত ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এবং স্থানীয় একজন আইনজীবীর জিম্মায় জেসমিন ইসলামকে জামিনে মুক্তির আদেশ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।