২০০১ সালের ভুয়া পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত গ্যাংস্টার আবু সালেমকে সাত বছরের কারাদণ্ড দিল সিবিআইয়ের বিশেষ আদালত। আজ বৃহস্পতিবার হায়দরাবাদে সিবিআইয়ের আদালত এই রায় দেয়।
আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের হেফাজত থেকে নকল পাসপোর্ট পাওয়া গিয়েছিল। পাসপোর্টটিতে রামিল কামিল মালিকের নাম এবং ঠিকানায় অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার নাম ছিল। ১৮ নভেম্বর সিবিআই আবু সালেমকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করেছিল।
সরকারি আইনজীবি এমভি রামন নাইডু জানান, সালেমের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ১২০বি নং ধারা (অপরাধমূলক ষড়যন্ত্র), ৪১৯নং ধারা (পরিচয় বদলে প্রতারণা), ৪৬৮নং ধারা (জালিয়াতি) এবং ৪৭১নং ধারায় (নকল তথ্যকে সঠিক বলে চালানো) অভিযোগ দায়ের হয়েছে।
২০০১ সালে সালেম মিথ্যা নামে কিছু নকল তথ্য দিয়ে পাসপোর্ট বানায়। তার কাছে মোট তিনটি বেআইনি পাসপোর্ট ছিল। তার মধ্যে একটি ছিল তার স্ত্রীর এবং অন্যটি তার বান্ধবী অভিনেত্রী মণিকা বেদীর।
২০০২ সালের অক্টোবর মাসে অন্ধ্রপ্রদেশ পুলিশ এই মামলা সিবিআইকে হস্তান্তর করে এবং ২০১০ সালে অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন হয়।
সাতজনের সাজা ঘোষণা হয়ে গিয়েছে এবং দু’জন বেকসুর খালাস পেয়েছে। ২০০৯ সালে হায়দরাবাদে আবু সালেমের বিরুদ্ধে বিচার শুরু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।