আমাদের কথা খুঁজে নিন

   

সত্যে'র মৃত্যু কোনদিন হয় নাই, হয় না, হবেও না!!!

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই দেলোয়ার হোসেন সাইদী গত ২০-৩০ বছর ওয়াজ মাহফিলে ভাল কথা বলে, মানুষের মাঝে ধর্মপ্রীতি বৃদ্ধি করে বাংলাদেশের অসংখ্য মানুষের মন জয় করছে, যেটা ভাল কাজ করছে। তার ফলস্বরূপ সে অনেক সন্মান এবং সমৃদ্ধি অর্জন করছে। তবে তার আগে ১৯৭১ সালে তিনি হানাদার বাহিনী'র সাথে উপস্থিত থেকে অসংখ্য মানুষের ডাইরেক্ট ক্ষতি করছে। যার কোন ফল সে আগে পায় নাই। কিন্তু মহান আল্লাহ'র বিচার শ্রেষ্ঠ।

প্রতিটি কর্মের প্রাপ্য ফল তিনি ঠিকই দেন। সে জন্যই সাইদী'কে যেমন ভাল কাজের জন্য অনেক পজেটিভ কিছু দিছেন, তেমনই এখন তার অতীতের খারাপ কাজের জন্য পৃথিবীতেই সর্বোচ্চ শাস্তি দিয়ে দিলেন। এই রায়ে আমি সন্তুষ্ট। সৃষ্টিকর্তা কর্তৃক সত্যে'র প্রতিষ্ঠা যে অনিবার্য সেই বিশ্বাস আমার আরো দৃঢ় হওয়াতে বেশ খুশীও বটে। কিন্তু কোন রকমের উল্লাস প্রকাশ করতে আমি অপারগ, কারন সে যেই হোক, একটা প্রাণের বিনাশে উল্লাস প্রকাশ করাটা বেশ বর্বরোচিত বলেই বোধ করছি।

এবং যারা উল্লাস প্রকাশ করছে তাদের প্রতি সন্মান হারাচ্ছি। বাংলাদেশ কলংকিত রাজাকার ইস্যু শেষের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ায় উল্লাসের প্রকাশে বলি, জয় বাংলা, আল্লাহ মহান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।