আমাদের কথা খুঁজে নিন

   

সত্যের শ্বেতপত্র

সত্যকে প্রতিষ্ঠিত করতেও মাঝে মাঝে মিথ্যে ভান করতে হয়।যেমন চাঁদকে ডেকে নিয়ে খুকুর কপালে টিপ পড়াই। এতে কিন্তু চাঁদের প্রতি সত্যিকারের মোহ জন্মে- জন্মের পর থেকেই।মোহ থেকেই বারবার হৃদয় পোড়াই- এক বর্ষায় সাতবার কদম ফুটাই।হৃদয় পোড়ালে গন্ধ বের হয় না; তবে ঘর পোড়ানো হাহাকার ঠিক অনুধাবন করা যায়। পাতাকে খাতা বলে কত লাইন লেখা হয়েছে! পাতা ঝরে পড়েছে- খাতা সত্যিই ভরেছে অমর কবিতায়। সত্যের শ্বেতপত্র ২৩/০৫/২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।