শুকতারা তবু "আঁধার ফুরাবে" আশ্বাস দিয়ে যায়...
সবচেয়ে বড় সত্য কি?
সূর্য, পৃথিবী, জন্ম, জীবন
নাকি মৃত্যু?
শোনা যায়, ক্ষুধাই নাকি
পৃথিবীর একমাত্র সত্য।
কিন্তু,
পৃথিবী নিজেই যখন মিথ্যে হয়ে যায়-
আজন্ম দেখে আসা অজস্র উপমার আকাশ
যখন বাতাসের ঠুনকো দেয়াল
ছাড়া আর কিছু নয়-
প্রশ্ন জাগে- "সত্য" আদতে কি?
বাজী হারতে হারতে
আজ এই জুয়ার টেবিলে
"বিশ্বাস"-এ বিশ্বাস করি না,
প্রবৃত্তির দাপটে ধর্মের মিনার গুড়িয়ে গেলেও
ক্ষুধার প্রাচীর টলে না-
ক্ষুধা নিজেই তো প্রবৃত্তির সারমর্ম।
ক্ষুধার চেয়ে বড় কোনো সত্য নেই..
ক্ষুধার চেয়ে বড় কোন ধর্ম নেই..
তবু, মৃত্যুসংকুল সময়ের কাঁধে দাঁড়িয়ে
প্রবৃত্তিকে ভেংচি কেটে
তুমুল বেঁচে থাকা সম্পর্কের আঙুলে
ও তবে কিসের ইশারা-
তবে কি-
"সত্য"ই পৃথিবীর সবচে বড় মিথ্যে!!
সবচেয়ে বড় নাটক!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।