আমাদের কথা খুঁজে নিন

   

সত্যের দায় মানো



কী ঘটছে এইসব? কারা দেশজুড়ে দিলে শুরু করে রক্তের উৎসব! স্বাধীনতা আর গণতন্ত্রের মানে খুঁজে কী লাভ যখন ছাত্রের লাশ পড়ে থাকে ঘাড় গুঁজে ময়লার খাদে? অতঃপর সেই হত্যাকে পুঁজি করে অত্যাচারের যজ্ঞে যখন সরকারও নেমে পড়ে। শঙ্কায় প্রাণ কাঁপে, কোথায় বিচার, মানুষ তাহলে ইনসাফ কোথা পাবে? অনেক আশায় বুক বেঁধে যারা তোমাদের ভোট দিলো, দিন বদলের এ ছবি কি তারা কল্পনা করেছিলো? স্বার্থের অর্চনা? নৈতিকতার অপমান করে উন্নতি করছো, না? এ শাসন নয়, দ্বিমত দমন – এ তো স্রেফ ক্ষুদ্রতা, থামাও এদের, আগে রুখো এই হীন অমানবিকতা! আইন বানানো খেলায় না মেতে সত্যের দায় মানো, যে সত্যবোধ সহজাত, তারে ভালোবেসে কাছে টানো! চাই নে আমরা পেছনে তাকাতে আর, বিশ্বসভায় বুকটান দাঁড়াবার স্বপ্ন দেখছি, আশার আলোয় রঙিন পৃথিবী চাই, সবার জন্যে মমতা যে গানে সে প্রেমের গান গাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।