আমাদের কথা খুঁজে নিন

   

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবি

মঙ্গলবার সকালে আশুগঞ্জ সার কারখানা সিবিএ’র উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, আশুগঞ্জ সার কারখানার ওভারহোলিং কাজ শেষ হওয়ার এক মাস পার হয়ে গেলেও গ্যাস সংকটে উৎপাদন চালু করতে পারছে না কর্তৃপক্ষ।
সার কারখানার সিবিএ’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিবিএ সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসাইন।
লিখিত বক্তব্যে বলা হয়, আশুগঞ্জ সার কারখানা বিসিআইসির একটি লাভজনক প্রতিষ্ঠান। গত অর্থ বছরে কারখানা প্রায় ২৩৪ কোটি টাকা লাভ করেছে। গ্যাস সংকটে কারখানাটি বন্ধ রাখা হয়েছে।
“গত ৩১ জুলাইয়ের মধ্যে গ্যাস সরবরাহের কথা থাকলেও অদ্যাবধি গ্যাস সরবরাহ না দেয়ায় তারা শংকিত।”
আগামী ১৫ অগাস্টের মধ্যে গ্যাস সরবরাহ না দিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে সিবিএ নেতারা বলেন, কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকলে অনেক মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
অবিলম্বে কারখানা গ্যাস সরবরাহ দেয়ার দাবি জানান তারা।
সিবিএ সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মালেক, দেলোয়ার হোসেন ডন, পনিরুল আলম প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।