আগুন লেগে মঙ্গলবার রাতে ব্রহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড'র ছয়টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে সাবস্টেশনের ভেতর হঠাৎ আগুন লেগে স্টেশনের আটটি ইউনিটের মধ্যে সাতটি বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ দমকলের একটি গাড়ি এসে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১০টার দিকে গ্যাস টারবাইন-২ নামের ৩৪ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু হয়। এতে ২ ও ৮ নম্বর ইউনিটের মোট ১৮৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু আছে।
বাকি ইউনিটগুলো চালু করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের আটটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৭২৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখন এর মধ্যে ছয়টি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ৫৪৪ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ করা হচ্ছে।
---------------------বিডিনিউজ
আর এই জন্যেই কাল রাতে মোট ৫ বার বিদ্যুত গিয়েছে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।