আমাদের কথা খুঁজে নিন

   

বিলবোর্ড না হয়ে যদি হত দিলবোর্ড

আমি খুবি সাধারণ পেন্সিলে আঁকা সহজ স্বপ্ন আমার । স্বপ্ন দেখতে ভুল হলে ইরেজার দিয়ে সহজে মুছে ফেলা যায় । আমার স্বপ্ন ।

বিলবোর্ড না হয়ে যদি হত দিলবোর্ড , এক নিমিষে বলে দিতাম মনের যত অনুযোগ ! দেশ চালানো থেকে সংসার চালানো কঠিন। সবকিছুর তদারকি যদি সরকার প্রধানকেই করতে হয়! আর তার অনুঘ্রহের নেতারা যদি চাল/ গম/ সিমেন্ট/ পিলার আর খুঁটির পিছনে দৌড়ায়, তবে এদের কেন দেশ সেবা করতে দেওয়া হয় ।

হোয়াই ডোন্ট উই এভার হেয়ার অফ এ থিফ স্টিলিং ফ্রম এ পলিটিশিয়ান’স হাউজ? - প্রফেশনাল কার্টেসির জন্য নাকি??? সরকার ও আওয়ামীলীগ কিন্তু এক সূত্রে গাঁথা নয়! সরকার হলেন দেশের সবার জন্য । যেমন, একান্নবর্তী পরিবারের জন্য বাবা মা । সরকারের দোয়া ও দোয়া হতে হয় সর্বজন স্বীকৃতভাবে। বাস্তবে, আমরা দেখছি এর দ্বিমুখী প্রভাব। আর আওয়ামীলীগ একটা ঐতিহ্যবাহী বর্তমান ক্ষমতাসীন দল ! তাদের মেধার পরিচয় থাকা উচিৎ মুন্সিয়ানা।

তারা মনে করে, তাদের উন্নয়নের ঢেঁকি যে স্বর্গের সোপানে ইঙ্গিতবাহী বার্তা বহন করছে না কে জানে? তাদের এই নেগেটিভ ইমপ্যাক্টের কারণ, অদূরদর্শী আর নেতৃত্বে অজ্ঞ ( কাণ্ড জ্ঞানহীন অকাল কুষ্মাণ্ড ) কর্তা ব্যক্তিরাই। স্থানীয় নেতৃত্বের পরিবর্তন হলেও কিন্তু রাজতন্ত্রের আসন কিন্তু একটা পরিবারেরই হবে । তাই লেলিন বলেছিলেন, সাধারণ মানুষ সব দেশেই সব সময় ভুল ব্যক্তিকে আগে নির্বাচন করে আর সরকার অযোগ্য ব্যক্তিকেই ঐ অঞ্চলে স্রবাগ্রে মনোনয়ন দেয়। এত চরাই- উৎরাই এর মধ্য দিয়ে কিন্তু সরকার যে একদম উন্নয়ন করেন নি তা নয় ! যেমন, প্রতি বছর মেয়াদে আমাদের এই মাথা দেখছেন, এর উপর ভর করে ঋণ করা হয়। আর আমরা যখন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করি ও প্যান্টের পকেটের তলির ভিতর হাত দিয়ে দেখি , হাত তলির আরও ভিতরে ঢুকে গেছে ...... তখন, বুঝি এটা কেউ হাতিয়ে নিক আর না নিক দরবেশের দরবারে অলৌকিক মাজেজায় চলে গেছে।

তখন করি হায় হায় !!! তার মানে কি দাঁড়াল, আমরা এক টাকা হারালে ট্যাঁও ট্যাঁও ! ক্যাও ক্যাও শুরু করে দেই !!! ফি-বছর কা বছর ট্যাক্সের নামে শোষিত হচ্ছি হিডেন ওয়েতে । সাকসেস রেইট থেকে ফেইলুর রেইট বেশি বলে জনগণের চোখে পরে না, সরকারের সাফল্য ! এটা খুবই চমৎকার উদ্যেগ যে মানুষকে জানানো উচিৎ। একটা সচ্ছ আর্কাইভ জনগণ জানতে পারে। খাতা কলমে সাফল্য হোক আর বাস্তবে হোক “ একজন অল্প শিক্ষিত স্বল্প মেধার লোকটা কিন্তু তারপরেও দিন শেষে বাসায় গিয়ে শেয়ার করবে, সাফল্য দেখে এলাম বউ আমাগো আর অভাব থাকবে না ২০১৬ সালের ভিতরে । এম ডিজিতে ২০১৬ পুঁছাইয়া যাইতাছি।

এরকম মেকি হোক আর সত্য হোক তারপরে, সেই অভাবী বউটা স্বপ্ন দেখে তার স্বামীর আয় রোজগার বাড়বে । কিন্তু স্থানীয় সন্ত্রাসীদের যে উদর পূর্ণ করতে হয় যে ! ব্যবসা হোক আর না হোক ! রাজাবাজার/ ফার্মগেট/ কাওরান বাজার প্রতিদিন ১০০ টাকা হারে পুলিশ/ চাঁদাবাজদের হতে দিতে হয় টাকা। নাম ভাঙ্গায় ক্ষমতাসিন দলের, এই সব লেজুড়বৃত্তি স্নত্রসিদের কি উপরে ফেলা দরকার নয় কি? ” মিঃ ওবামা যেমন আশার কথা দিয়ে নোবেল পেয়ে গিয়েছিলেন, ঠিক তেমনটি আশাই করেছিল তরুণ প্রজন্মরা এই দলটির কাছে তাই তার এখন মুখ ঘুরিয়ে নিচ্ছেন। অনেকে বলছে, জনগন নাকি জেলিফিস হয়ে গেছে, তাই এদেরকে মনে করিয়ে দেবার জন্য এই সেলফিস উদ্যোগ। উন্নয়ন দেখে দেখে জেলিফিসেরা যদি আবার হোমো-স্যাপিয়েন্স হয়ে ওঠে তাহলেই এটি হবে এই সরকারের আরেকটি বিলবোর্ডখচিত সাফল্য।

তবে, আমরা দেখতে চাই বিলবোর্ডে, * শেয়ার বাজারে২ লাখ কোটি টাকার তদন্ত কমিটির রিপোরটের কি অবস্থা ? * সাগর রুনির তদন্ত কমিটির কি অবস্থা? * কুখ্যাত রানা প্লাজার রানার কি অবস্থা? * * *বাকি গুলো আপনার নজরে ইয়াদ আছে ওঁগুলোর কি অবস্থা ? আপনাদের সাফল্যের সাথে সাথে যদি ব্যরথতার বিলবোর্ড দেন, আমরা অর্জন করতে পারি নি...... আমাদের ব্যর্থতা বা সিমাব্ধতা ছিল !!! তাহলে কিন্তু একটা রেওয়াজ চালু হয়ে যাবে। আপনার সাহসীর প্রশংসা করছি, বিলবোর্ড খুবই ভাল উদ্যোগ ! এগুলোর, প্রকাশ করে দিন, তাহলে অচিরেই আপনাদের গ্রহণ যোগ্যতে প্রকাশ পাবে। যেমনি আপনার গ্রহণ যোগ্যতে প্রকাশ পেয়ে ছিল নিমতলির আগ্নিকাণ্ডের তিন এতিম মেয়েকে বিবাহের ব্যবস্থা করে। আপনার মমতা আবার জাগিয়ে তুলুন সচ্ছতায় !!! প্রাণ চায় বলিতে- চক্ষু না চায় না দেখিতে, মরি একি তোর দুস্তরলজ্জাতে। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা॥ অফটপিক্সঃ বলি, রাস্তায় ছেয়ে থাকা বিলবোর্ড গুলোর টেন্ডার হাওয়া ভবন পেয়েছিল নাকি ? ব্রান্ডিং ইমেজ কার্ভ ডাউনওয়ার্ড স্লপিং !!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.