আমাদের কথা খুঁজে নিন

   

যে বিলবোর্ড বিজ্ঞাপনের কারনে.......

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

বাংলাদেশের বিজ্ঞাপন নিয়ে নতুন করে কিছু বলার নেই। রীতিমতো অত্যাচার চলছে আমাদের উপর। টিভিতে এক চ্যানেলে বিজ্ঞাপন শুরু হলেঅন্য চ্যানেল দেখি, কিন্তু ইদানিং রাস্তা ঘাটে যে সব বিজ্ঞাপন দেখছি তাতে রাস্তায় বের হওয়ারও কোন উপায় নেই।

একটি বিল বিজ্ঞাপনের কারনে আমি একটি রোডে চলাচল বন্ধ করে দিয়েছি। বিজ্ঞাপনটির কোন ছবি আমার সংগ্রহে নেই তাই আমি বর্ণনা দিচ্ছি.................... একটি মেয়ে ( প্রাপ্ত বয়স্ক) ফুটবল খেলার ভঙ্গিতে এক পা উচু করে দাঁড়িয়ে আছে এবং ফুটবলটিও আছে। পরনে তার গেঞ্জি ও ট্রাউজার। কিন্তু বিজ্ঞাপনটি দুধের। আর ঐ মেয়েটির পাশেই লেখা রেডি হচ্ছে বাংলাদেশ, খাঁটি দুধের অঙ্গিকার নিয়ে রেডি আমরাও।

সব মিলিয়ে বিজ্ঞাপনটি অশ্লীল এবং জঘন্ন কুরুচি পূর্ণ বিজ্ঞাপন। সব মিলিয়ে দেখলে বিজ্ঞাপনটি এতো বিড়ম্বনার যা আমি ঐ পথে চলাচল করতে গিয়ে বুঝেছি। প্রায় প্রতিটা দিন যখন বাসে করে ঐ পথে যেতাম তখন যাত্রীদের মধ্যে যার দোখই ঐ দিকে পড়তো সেই একটা করে বাজে কথা বলতো বিজ্ঞাপনটি সম্পর্কে। আর সে যাত্রী যাদি হতো কোন ইয়াং ছেলে আর সাথে তার দু'চার জন বন্ধু তবে তো বিজ্ঞাপনের ঐ মেয়ে, তার পরিবার আর বিজ্ঞাপন নির্মাতার চোদ্দো গুষ্টি উদ্ধার করে ছাড়তো। যে কারনে বিজ্ঞাপনটি আপত্তিকর তা হলো- বিজ্ঞাপনের মডেল হিসেবে যে মেয়েকে নেওয়া হয়েছে তার সাথে ঐ পোশাক যায় না এবং সব চেয়ে আপত্তিকর বিষয় হলো বিজ্ঞাপনের কথাটি।

যা করলে বিজ্ঞাপনটি সমালোচনার সম্মুখীন হতো না তা হলো- যদি ঐ বয়সের মেয়ে না নিয়ে কোন বাচ্চা (ছেলে/মেয়ে) কে নেয়ে হতো। অথবা মেয়েটির যায়গায় গরু হলেও কোন সমস্যা হতো না। আসলে আমাদের বিজ্ঞাপন নির্মাতাদের মাথায়তো কিছু নেই কিন্তু যারা বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হচ্ছেন তাদের মাথায়ও কি কিছু নেই নাকি??? তবে আমি আশা করবো বিজ্ঞাপনটি দেশের যে প্রান্তেই থাকুন না কেন তা যেন নামিয়ে ফেলা হয়। নারীর মর্যাদা অক্ষুন্ন থাক।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.