আমাদের কথা খুঁজে নিন

   

বিলবোর্ড সমাচার। ছাগুর বিলবোর্ড দর্শন, বিরোধীতা এবং চুল্কানির মলম।



ভুমিকা: (মোশারফ ভাইয়া ) বিলবোর্ড নিয়া চুল্কানি শুরু হয়ে গেছে। দারুন একটা কাজের কাজ হয়েছে। চুল্কানিওয়ালা ভাইয়েরা আমার, এটা ভাল লক্ষন আওয়ামিলিগ ৪ বছরে যা যা করছে তারা সেটার প্রচার চালাবেই। বিলবোর্ড নিয়া না চুল্কায়া বলেন তারা কি মিথ্যা কিছু প্রচার চালাচ্ছে? কিউরিয়াস বর্ণনা: (রতন ভাই ) সরকারের উন্নয়ন শুধু বিলবোর্ডে, বাস্তবে নেই- বিএনপি কিউরিয়াস পরিসংখ্যান: বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নে সর্বোচ্চ রেকর্ড হয়েছে সদ্য সমাপ্ত অর্থবছরে। গত অর্থবছরে (২০১২-১৩) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৯৬ শতাংশ।

২০১১-১২ এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছিল ৯৩ শতাংশ ২০১০-১১ অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ৯২ শতাংশ, ২০০৯-১০ অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ৯১ শতাংশ বিএনপি: এইসব ভুয়া। দুই পয়সারও উন্নয়ন হয়নি। কিউরিয়াস মাইন্ড: ওকে। মাইনা নিলাম। তাইলে বলেন, হাতিরঝিল প্রকল্প, মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার, বনানীর ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার, যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার, ঢাকা-চট্টগ্রাম ৪ লেইন, কর্ণফুলী তৃতীয় সেতু, ডেমু ট্রেন, ঢাকা থেকে সব রুটে বি.আর.টি.সি. বাস সার্ভিস, চার বছরে দ্বিগুণ বিদ্যুৎ, ১২,২৪৮ টি কমিউনিটি ক্লিনিক, ইত্যাদি ইত্যাদি, এইগুলা কেমনে হইছে? বিএনপি: এইগুলা এমনে এমনেই হইছে।

আর পদ্মা সেতু? ওইটার কথা কইলেননা? কিউরিয়াস মাইন্ড: ওহ, টেনশন নিয়েন না ওইটাও ‪#‎এমনে‬ ‪#‎এমনেই‬ হবে। চুল্কানি মলম + কিছু প্রশ্ন: (নির্ঝর ভাইয়া) দুঃখিত, বিলবোর্ডে সাইদির ফোন সেক্স এর কাহিনি দেওয়া উচিত ছিল। দেওয়া উচিত ছিল জয়নাল আবেদিন ফারুকের পরকিয়ার কাহিনি। দেওয়া উচিত ছিল, সালাহ উদ্দিন কাদেরের সমকামিতার প্রমান। দেওয়া উচিত ছিল, তারেক রহমানের কৃত সকল দুষ্কর্মের বয়ান।

আচ্ছা, আজকে যারা বলছেন, বিলবোর্ড দখল করে এই বিজ্ঞাপন দেয়ার কথা, এই আপনারাই না একটু আগে বলছিলেন, এই টাকা সরকারী কোষাগার থেকে লুটপাট করা হচ্ছে বিজ্ঞাপনের নামে? যখন দেখলেন সেইটা মিথ্যা, ভিত্তি হিন, তখন শুরু করলেন বিলবোর্ড দখলের কাহিনি। আচ্ছা, এই বার একটা প্রশ্ন করি। গত মাস তিনেক আগে ছাত্র লীগের অপকর্মের নামে যে প্রতিবেদন গুলি পত্রিকাতে আসছিলো, তার প্রতিটাতেই এই "অবৈধ" বিলবোর্ড ব্যবসার কথা এসেছিল। এই আপনারাই তো তখন "অবৈধ" বিলবোর্ড বাণিজ্যের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন, তাইনা? হুম, ধরে নেই সেই অভিযোগ সত্যি। অর্থাৎ সেই "অবৈধ" বিলবোর্ড গুলির মালিক এই ছাত্র লীগের ছেলেরা।

তাহলে আজকে আবার সেই ছাত্রলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধেই বিলবোর্ড দখল করে নেওয়ার অভিযোগ উঠছে কেন? প্রশ্নের উত্তর চাই। কোন টা সত্যি? মাস ছয়েক আগে থেকে করা অবৈধ বিলবোর্ড ব্যবসার, নাকি এখনকার বিলবোর্ড দখলের? এবং উত্তর দেয়ার আগে অবশ্যই বলতে হবে, যদি বিলবোর্ডের মালিকানাতাদের কাছে থাকেই, তাহলে কীজন্য তারা বিলবোর্ড দখল করে বিজ্ঞাপন দিবে? উপসংহার: (ফেবু থেকে) ১. এত কথা না বলে, বিলবোর্ডে ময়ূরীর ছবি লাগিয়ে দিলেই পারে। বিলবোর্ড নিয়ে যাদের শরীরে জ্বালা যন্ত্রনা শুরু হয়েছে , তা উপশম হতো এটি করলে । ২. বিলবোর্ডগুলো খুলে ফেলুন। সেখানে আগের মত যৌনসুড়সুড়ি মার্কা বিজ্ঞাপন দেওয়া হোক।

বাঙালি যৌনসুড়সুড়িপ্রিয় জাতি। তাদের নৌকা ভাল লাগেনা, মুজিবের ছবি দেখলে চুলকায়। তার চেয়ে পাওলি দামের স্লিভলেস ব্লাউজ পরে পোজ দেওয়া ছবি টাঙানো হোক, আড়ং-এর শাড়ির সাথে টাইট জিন্স পরা মডেলের ছবি ঝুলানো হোক। যুবসমাজের যৌনসংবেদনশীলতা হ্রাস করার বাকশালী ষড়যন্ত্রকে তীব্র ধিক্কার! মোরাল অফ দ্যা ঘটনা: হা ঠিক আছে, বিরোধী দলের কাজই হচ্ছে বিরোধীতা করা। তবে সব বিষয়ে বিরোধীতা কিন্তু পাগলের লক্ষন।

সবশেষে আসল বিনোদন। দেখুন মেলে কিনা? চিত্র ১: বুঝে নিন চিত্র ২ : বুঝে নিন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.