আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা শেরাটন হোটেলে আজ থেকে শুরু হচ্ছে ‘কিউবি ল্যাপটপ ফেয়ার’

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন দেশে অষ্টমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘কিউবি ল্যাপটপ ফেয়ার’। ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানকে ধারণ করে আজ থেকে ঢাকা শেরাটন হোটেলে শুরু হচ্ছে ‘কিউবি ল্যাপটপ ফেয়ার’। মেকার কমিউনিকেশন আয়োজিত এ মেলা চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। কিউবি এ বছরের ল্যাপটপ ফেয়ারের টাইটেল স্পন্সর। কিউবি ল্যাপটপ মেলা ২০১১-এর সহ-পৃষ্ঠপোষকতায় রয়েছে আসুস, গেটওয়ে, এইচপি, স্যামসাং এবং তোশিবা।

মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলার প্রবেশমূল্য থাকবে ২০ টাকা। উল্লেখ্য, বিগত তিন বছরে ঢাকায় ৪টি এবং চট্টগ্রামে তিনটি ল্যাপটপ মেলার পর এটি মেকার কমিউনিকেশনের আয়োজনে অষ্টম ল্যাপটপ মেলা। বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের এ মেলায় ফলক উন্মোচিত হবে। দেশের প্রথম ও বৃহত্তম তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবি ঢাকা ও চট্টগ্রামে ৩০ হাজারের অধিক গ্রাহককে দিচ্ছে দ্রুতগতির ইন্টারনেট সেবা।

কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১১ উপলক্ষে কিউবি সংযোগের ওপর থাকছে একটি বিশেষ অফার। এছাড়া আসুস এবং স্যামসাং পণ্যের সঙ্গেও থাকছে কিউবির আকর্ষণীয় অফার। কিউবি গ্রাহকরা মেলা চলাকালীন আসুস এবং স্যামসাং প্যাভিলিয়ন থেকে এ বিশেষ সুবিধা পাবেন। কিউবির চিফ মার্কেটিং অফিসার নেহাল আহমেদ বলেন, কিউবির গ্রাহকদের সত্যিকারের ইন্টারনেট অভিজ্ঞতা পেতে হলে প্রয়োজন ভালো মানের কম্পিউটার বা ল্যাপটপ। কিউবি ল্যাপটপ ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে সব ল্যাপটপ সরবরাহকারী প্রতিষ্ঠানকে একই ছাদের নিচে নিয়ে আসা, যাতে গ্রাহকদের সামনে বিপুল পরিমাণ ও বিভিন্ন মূল্যের ল্যাপটপের সমাহার উপস্থাপন করা যায়।

গত রোববার স্থানীয় এক হোটেল আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে আয়োজকরা বিস্তারিত জানান। সংবাদ সম্মেলনে কিউবির চিফ মার্কেটিং অফিসার নেহাল আহমেদ, এইচপি পার্সোনাল সিস্টেম গ্রুপের চ্যানেল বিপণন ব্যবস্থাপক প্রতাপ সাহা, স্যামসাং ইলেকট্রনিক্সের মার্কেট কমিউনিকেশন ম্যানেজার মাহমুদ বি কাইয়ুম, এক্সিকিউটিভ টেকনোলজিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সালমান আলী খান, স্মার্ট টেকনোলজিসের পণ্য ব্যবস্থাপক এএসএম শওকত মিল্লাত এবং ফেয়ারের সমন্বয়ক সৈয়দা ফারজানা জামান রুম্পা উপস্থিত ছিলেন। এবারের মেলায় কিউবি, এইচপি, স্যামসাং, কম্পিউটার সোর্স, স্মার্ট, গ্লোবাল, ইনডেক্স, স্টারটেক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ভিলেজ, এক্সিকিউটিভ টেকনোলজিস, রিশিত, কম্পিউটার ভ্যালি, আইওএম, এক্সেল টেকনোলজিস, খান জাহান আলী কম্পিউটার, ফ্লোরা লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের স্টলে বিশেষ মূল্যছাড়ে আসুস, তোশিবা, এইচপি, গেটওয়ে, স্যামসাং, লেনোভো, হায়ার, ডেল, ফুজিত্সু, প্রোলিংক, অ্যাপল, এসার, এমএসআই, সনি, কমপ্যাক, ফ্লোরা পিসি, গিগাবাইটসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.