আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বিশ্বকাপে গ্যালারী সবুজে রাঙ্গিয়ে দেই আর একসাথে দলগত গান গাই

কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।

২০০২ ফুটবল বিশ্বকাপের কথা মনে আছে? কোরিয়ানরা কিভাবে পুরা গ্যালারীটা লাল বানিয়ে ফেলত আর গুনগুন করে সবাই একসাথে গান গেত? ইউরোপ লীগেও দেখবেন দর্শকরা এই কাজটা করে। প্রতিটা ক্লাবের নিজস্ব দলীয় গান থাকে এবং দর্শকরা সেটা গেয়ে দলদের উৎসাহ দেয়।

এবারের বিশ্বকাপ হবে আমাদের দেশে। মাঠে আমাদের ছেলেরা খেলবে আর গ্যালারীতে থাকব আমরা। আসুন পুরা গ্যালারীটা সবুজে সাজিয়ে দেই। অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে টিকিট যারা পেয়েছেন নিজেকে সবুজে রাঙ্গাতে কত কষ্টই বা করতে হবে। জোগাড় করে ফেলুন একটা সবুজ গে্ঞ্জি আর মহিলারা তাদের সুবিধামত পোষাক।

একবার খালি ভেবে দেখুন পুরা গ্যালারীটা সবুজ আচ্ছন্ন আর বিশ্বের কোটি কোটি লোক তা দেখছে। আমি নিশ্চিত যারা গ্যালারীতে বসে বিশ্বকাপ দেখবে তাদের আনন্দ তাতে বহুগুন বেড়ে যাবে। আমাদের খেলোয়ারদের মনোবলও বহুগুনে বেড়ে যাবে। আমরা জানি অনেকেই এই কাজটা এমনিতেই করবে কিন্তু আমরা সবাইকে আহবান জানাচ্ছি। তাহলে আমরা যারা গ্যালারীতে খেলা দেখতে যাব তাদের প্রতি আহবান, আপনার পরিধেয় কাপড়টিতে সবুজ আর লাল রাখুন, আর দ্বিতীয় অনুরোধ একটি গানের কয়েকটা লাইন শিখে যেতে হবে।

এটা বাংলাদেশের জাতীয় দলের বিজয়সূচক গান। জেমী সিডন্স এক বছর আগে এই নিয়ম করে দিয়েছিলেন যে জিতার পর যে ম্যান অফ দ্যা ম্যাচ হবে তাকে ঘিরে সবাই এই গান গাবে। তারপর "আমরা করব জয়" গানটা চয়ন করা হয় এবং বাংলাদেশ যখনি কোন ম্যাচ জিতে ড্রেসিংরুমে এই গান গাওয়া হয়। আসুন আমরাও স্টেডিয়ামে গ্যালারীতে বসে সবাই মিলে এই গানটি গাব। আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় আহা বুকের গভীরে আছে প্রত্যয়........... আমরা করব জয় নিশ্চয়.. অথবা আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন আহা বুকের গভীরে আমরা জেনেছি........... আমরা করব জয় একদিন. আশা করছি দেখা হবে সবার সাথে, বাংলাদেশের বিজয়ক্ষনে (গানের লিরিকি কোন ভুল থাকলে ক্ষমা প্রার্থী।

বলবেন, ঠিক করে দিব। ) এই লক্ষ্যে নির্মিত ফ্যান পেজে যোগ দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।