রাষ্ট্রের নির্বাক প্রহরী হয়ে দিবা-রাত্রি শুধুই আমি দেখি-
আমার চারপাশে দীপাবলি’র নিশির মতো ঘুটঘুটে
কালো অন্ধকারে উঁকি দেয় প্রতিক্রিয়াশীলদের মাথা।
শুধুই আমি দেখি-
উঁইধরা অর্থনৈতিক কাঠামোতে ব্যর্থতায় পর্যবসিত
কৃষক-শ্রমিক-মজুরের তপ্ত ঘাম, অস্থি-পাজর ভাঙ্গা পরিশ্রম।
সংবাদ মাধ্যমে আমি দেখি-
শ্রেণী-জাতি বৈষম্য দহিত হয়ে দরিদ্র কিংবা
সংখ্যালঘু কিশোরী-যুবতী’র যোনি রক্তাক্ত করে
চরিত্রহীন সমাজপতিদের ছায়াতলে বেড়ে
ওঠা নরপশুদের বিরামহীন বিদারক বলাৎকার।
শুধুই আমি দেখি-
ধর্মকে ধারালো অস্ত্র বানিয়ে রাজনৈতিক-সামাজিক
দলগুলোর বেহায়াদের অযাচিত কর্মকান্ডে দূষিত মানুষের রক্ত;
কখনো ভরে উঠছে মৃত্যুর করুণতায়!
শুধুই আমি দেখি-
দরিদ্র জনগোষ্ঠী’র উপর বুর্জোয়া সাম্রাজ্যবাদী বিত্তশালীদের
চালানো শোষনে ভিসুভিয়াসের মতো বুকে জ্বলজ্বল করে জ্বলা দূর্ভোগ-যন্ত্রনা।
শুধুই আমি দেখি-
চেতনাহীন মাদকাসক্ত দূর্নীতিগ্রস্থ ছাত্রসমাজের বসন্তের বাতাসে
ভ্রুণাবস্থায় ভূমিতে আম্রমুকুলের নত হবার মতো
করোটিক স্নায়ুর অযাচিত রোষে বিক্ষুব্ধ শিক্ষাঙ্গন।
শুধুই আমি দেখি-
মানুষের সাথে মানুষের ভেদাভেদ-হিংসা-লোভ-অহমিকা-আক্রোশ
ছোঁয়াছে রোগের মতো বিবেক বিসর্জিত করে
প্রবেশরত প্রতিটি ট্রাকিয়ার মধ্য দিয়ে নিশ্বাসে।
আমি দেখি, দেখে যাই, এ সমাজ-রাষ্ট্রযন্ত্র
আমার চারপাশের নষ্ট পরিবেশ আমাকে দ্যাখায়;
আমার মতো অনেকেই নিশ্চুপতার বশে বাকরুদ্ধ!
সময় আসছে হামাগুড়ি দিতে দিতে;
এই নিশ্চুপতা-বাকরুদ্ধতা পরাধীনতার
মিথ্যে শৃঙ্খল-বৈষম্য-শোষন-অনাচার-নিপীড়ন রুখতে
পুঞ্জীভূত সাদা মেঘের বৃষ্টি ‘বিপ্লব’ হয়ে
পৌঁছাবে এ বঙ্গ জননী’র প্রতিটি মাটির কণায় কণায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।