আমাদের কথা খুঁজে নিন

   

Status পরিবর্তনে আনন্দ



আজ আমার ব্লগে ঢুকে Moderation Status-এ দেখতে পেলাম আমার status 'Watch' থেকে পরিবর্তন হয়ে 'General' হয়েছে এবং নীচে লেখা "আপনি একজন সাধারন ব্লগার আপনার লেখা সরাসরি প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা সংকলিত পাতায়ও প্রকাশ হতে পারে।" খুব খুব ভালো লাগছে যে, আজ থেকে ভাল লাগা মন্দ লাগা প্রকাশ করতে পারব(অবশ্যই নিয়ম/শর্তাবলীর সীমা লংঘন না করে ) | কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ |ধন্যবাদ তাদেরকেও যারা ইতোমধ্যে আমার ব্লগ যারা দেখেছেন (নলিনী চাকমা, মুনতা,নীরব 009, শিবাসীষ দাশগুপ্ত ....) |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।