আমাদের কথা খুঁজে নিন

   

অমনিবাস

অনেক কিছু জানি না আর অনেক কিছুই জানতে চাই না

অমনিবাস মনে পরে, মনে পরে অমনিবাস? তেরো বছর আগে, ছলনার অনুরাগে পায়ের তলায় ঝিকমিক বালু,রৌদ্রের বসবাস। মনে পরে অমনিবাস? সেই থেকে দুদিকে পথচলা পয়ের শব্দে হল কথা বলা আমি আঁধারের পথযাএী হাজারবার ডেকেছিলি ফিরে আয় কমল,একলা কোথায় যাস? মনে পরে অমনিবাস? কঠিন আমি আরও কঠিনতর স্বার্থের নেশায় আরও স্বার্থপর আমি শুন্যের দিকে তাকাই শঙ্কিত এক হাতছানি বলেছিলি, আর একটু গেলে্ই পাবি হতাশ। মনে পরে অমনিবাস? একা আমি খুব বেশি একা ফিরে আসি দুহাত এখনো ফাকা আমি ফিরে এসেছি দেখে যা,দেখে যা অমনিবাস! মনে পরে অমনিবাস? অশ্রু সিক্ত আমি কাদছি শুধু শুন্যে আমি ডাকছি তুই তো কথা দিয়েছিলি আমাকে একবার ফিরিয়ে নিয়ে যাস' মনে পরে অমনিবাস? আজ সেই তেরো বছর পর এলেম ফিরে তোর আপন ঘর শুধু তুই নেই বিশ্বময় আছে নিরবে আধারের বসবাস। াজ তেরো বছর পর অমনিবাস।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।