আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজার: অমনিবাস হিসাব বাতিল

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সমস্ত অমনিবাস গ্রাহকদের হিসাব আলাদা বিও হিসাবে স্থানান্তরের নির্দেশ দিয়েছে এসইসি। অমনিবাস হিসাবের মাধ্যমে অনিয়মের অভিযোগ উঠে আসায় এতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তের পর রোববার এক সভায় এই সিদ্ধান্ত নিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধিমালা অনুযায়ী মার্চেন্ট ব্যাংকসমূহকে সকল অমনিবাস গ্রাহকের হিসাব আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পৃথক বিও হিসাবে স্থানান্তর সম্পন্ন করতে হবে।” অমনিবাস হিসাবের সিকিউরিটিজ বিনা ফি-তে বিও হিসাবে নেয়ার জন্য সিডিবিএল ব্যবস্থা নেবে বলে জানিয়েছে এসইসি। পুঁজিবাজারে ২০১০ এর ধসের পর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন কমিটির তদন্তে অমনিবাসের মাধ্যমে কারসাজির বিষয়টি উঠে আসে । সেই কমিটির বিভিন্ন সুপারিশ অনুযায়ী এসইসি অমনিবাস হিসাবের মাধ্যমে অনিয়মের বিষয়ে অধিকতর তদন্ত করে। এরপর গত ১৯ সেপ্টেম্বর অমনিবাস হিসাবের মাধ্যমে অনিয়মের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় এসইসি। এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), মার্চেন্ট ব্যাংক ও সিডিবিএলের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করে এসইসি। ওই সব বৈঠকে আলোচনার পর অমনিবাস গ্রাহকদের হিসাব আলাদা বিও হিসাবে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.