everything is fair in love and war
বিশ্ব কাপ টিকেট এর জন্য মানুষ কে বিশ্ব কষ্ট করতে হচ্ছে ...পুলিশ জল কামান নিয়ে রেডী...এমন কি মেয়ে রাও পুলিশ এর মার খাচ্ছে।গত কাল দুপুর থাকে লাইন দাডিয়ে যে কত জন টিকেট পাবে তাদের মুখে সত্যি বিশ্বজয়ী হাসি দেখা গেছে...।এত কষ্ট করে যারা টিকেট কিনছে , বাংলাদেশ জাতীয় দল তাদের আশা ভঙ্গ করবে না ত?এটা কারর কাম্ম নই অবশ্য...
গত কাল দেখলাম এক মেয়ে টিকিট পাই নি বলে কি কান্না।তার বাবা মা আসছে তাকে বাড়ি নিয়ে যেতে।গত কাল রাতে দেখলাম একজন টিফিন বাটি তে ভাত এবং কম্বল নিয়ে এসেছে রাতে রাস্তা তে ঘুমাবে...এতে তাদের ক্রিকেট এর অপর যে ভালবাসা তা প্রকাশ পাই।
কিন্ত এতো লোক কস্ট করে টিকেট কিনছে , অর্ধেক টিকেট কিন্তু ভাগ্যবান লোকে বাসা তে চলে গেসে...তারা কতই না ভাগ্যবান।তারাও মানুষ আর আমরাও । কিন্ত তারা ক্ষমতাবান।এতাই তাদের মূল নাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।