আমাদের কথা খুঁজে নিন

   

সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব-৪)

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ

আপনার ওয়েবসাইটের ডোমেইন রেজিশট্রেশন, হোষ্টিং স্পেস রেজিশট্রেশন, ডোমেইন সেটাপ সবই তো হয়ে গেল। কিন্তু ওয়েবসাইটের মূলকাজ অর্থাৎ ওয়েবসাইট ডিজাইনিং তো হলো না। ওয়েবসাইট ডিজাইনিং এর জন্য আপনাকে জানতে হবে এইচটিএমএল বা সিএসএস কোড। এসব না জানলে ওয়েবসাইট তৈরি করা ছেড়ে দিন। কী মন খারাপ হয়ে গেল ??? আপনি যা জানেন না , তা আমিও জানি না অর্থাৎ এইচটিএমএল বা সিএসএস কোড।

তবে অসুবিধা নেই আমাদের জন্য রয়েছে মাইক্রোসফটের শেয়ারপয়েন্ট ডিজাইনার। যদি আপনার আশেপাশে সিডির দোকান থাকে তাহলে এর লেটেস্ট ভার্শনটা কিনে আনেন। শেয়ারপয়েন্ট ডিজাইনারের মাধ্যমে খুব সহজেই এইচটিএমএল বা সিএসএস সাইট বানানো যায়। আর যারা এটা দোকানে খুজে পাবেন না তারা মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনারের ২০০৭ এসপি ২ ভার্শনটা এখান থেকে ডাউনলোড করে নিন। এরপর এটা সেটাপ দিন।

সেটাপ শেষ হলে শেয়ারপয়েন্ট ডিজাইনার ওপেন করুন। নিচের মত একটি উইন্ডো খুলবে। এবার আপনি আপনার ইচ্ছেমত সাইটটিকে সাজিয়ে তুলুন। এরপর একে index.htm নামে সেভ করুন। এবার আপনার হোষ্টিং স্পন্সর বাইটহোষ্টে লগিন করুন।

এবার File Management এর নিচে Online File Manager এ ক্লিক করুন। এবার আপনার সাইটটির নাম লিখা ফোল্ডারে ক্লিক করুন। এবার htdocs লিখা ফোল্ডারে ক্লিক করুন। এবার Upload বাটনে ক্লিক করুন। এবার নিচের মত একটি উইন্ডো আসবে, আপনি বাঁ পাশের ব্রাউজ বাটনে ক্লিক করুন।

আপনার index.htm ফাইলটি আপলোড করুন। আপলোড শেষে টিক চিহ্ন বাটনে ক্লিক করুন। এবার নিচের মতো উইন্ডোটি আসবে,আপনি “ব্যাক” এ ক্লিক করুন। ব্যস আপনার ওয়েবসাইট তৈরির শেষ ধাপটাও শেষ। এবার বসে বসে আপনার সাইট চালান আর কমেন্টে সাইটের লিঙ্ক দেন।

দেখুনঃ সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ১) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ২) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৩) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৫) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৬) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৭) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৮) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৯)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.