আমাদের কথা খুঁজে নিন

   

সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ১)

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ

ওয়েবসাইট তৈরির জন্য প্রথমেই আপনাকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটটির ঠিকানা যা এড্রেসবারে পরিদর্শিত হয়। আপনি তিন ভাবে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেনঃ ১.ইয়াহু থেকে পেপাল দিয়ে ডোমেইন কিনে ২.যদি পেপালে একাউন্ট না থাকে তাহলে বাংলাদেশ থেকে সরাসরি টাকা দিয়ে ডোমেইন কিনে ৩.যদি টাকা না থাকে বা টাকা না খরচ করার ইচ্ছে না থাকে বিভিন্ন সাইট থেকে সাবডোমেইন কিনে পয়েন্ট ১ ও ২ এর জন্য আপনার বছরে ৭-১০ ডলার লাগবে। যেহেতু আমাদের ডোমেইনের পিছনে টাকা খরচের ইচ্ছা নাই আমরা সাবডোমেইন কিনব। সাব ডোমেইন হচ্ছে ডোমেইনের নামের www এর পরে একটি ডট দিয়ে আলাদা করা একটি আলাদা ডোমেইন।

যেমন মূল ডোমেইনটি http://www.webs.com হলে এতে সাবডোমেইন abilbd হলে পূর্ন ডোমেইন এড্রেসটি হবে http://www.abilbd.webs.com . সাবডোমেইনের জন্য আপনি চলে যান co.cc তে। সাইটটির এড্রেস ছোট তাই আপনার ডোমেইন নামের সুবিধা হবে। তাছাড়া এই সাইটটি সহজ তাই আপনার ডোমেইন রেজিস্ট্রেশনে ঝামেলা কম লাগবে। সাইটটিতে ঢুকে আপনি creat an account now বাটনে ক্লিক করুন। তখন আপনার সামনে এই উইন্ডোটি খুলবে।

আপনি ফর্মটি সঠিকভাবে পূরন করে দিন। সঠিকভাবে ফর্মপূরন করার পরে আপনার সামনে এই উইন্ডোটি খুলবে। ক্যাপচা পূরন করে আপনার একাউন্টে ঢুকে পরুন। এরপর Getting A New Domain এ ক্লিক করুন। আপনার কাঙখিত ডোমেইনের নাম লিখে সার্চ দিন।

ডোমেইন এভলেইবল হলে এই উইন্ডোটি আসবে,আপনি continue to registration বাটনে ক্লিক করুন। এবার এই উইন্ডোটি আসবে আপনি Set up এ ক্লিক করুন। এখন আরেকটি উইন্ডো আসবে আপনি আবার Set up বাটনে ক্লিক করুন। এবার এই উইন্ডোটি আসবে অর্থাৎ আপনার ডোমেইন রেজিস্ট্রেশন পূর্ন হয়েছে এবার আপনার ওয়েব এড্রেস বারে দেখতে আপনার সাইটের নাম টাইপ করুন দেখবেন এই উইন্ডোটি চলে এসেছে। আজ আর নয় Sign out করে চলে আসুন co.cc থেকে।

দেখুনঃ সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ২) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৩) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৪) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৫) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৬) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৭) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৮) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৯)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.