আমাদের কথা খুঁজে নিন

   

অর্ধ সম্পূর্ন-অসম্পূর্ন?

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম একটি সম্পূর্ণ আমি যখন অর্ধ আমার সামনাসামনি মুখ থুবড়ে পড়লাম তখন আমার কাছে একটা ক্ষুদ্র নক্ষত্রের এক খণ্ড আলেয়া ছিল। আমি সেই আলোতে ভরপুর এক নগর যেখানে রাতের আঁধারে ধ্বসে পড়া ইট পাথরের মায়াবী কান্না ভেসে আসে। পাখিদের কলতান সে-তো একযুগ পুরনো ইতিহাসের পাতায় বন্দী বুড়ো কাকের ঝগড়ায় মেতে থাকে আলসে দুপুর। মাঝে মাঝে তীব্র জোছনা গভীর আবেগে জড়িয়ে নেয় মাতাল পথ আলো আঁধারির মোহ আর স্থির ভুল ভেসে যায় জোছনা। এখানে এক একটি নদীর ভাঙ্গনে ফুটে ওঠে মঞ্জিমা। একটি শিখা নিভু নিভু করে রোজ জ্বলে সেই আদিকাল থেকে এই অক্ষয় শিখা ক্ষয়ে যাবে বলে বদ্ধ নগনদী হয়ে ছুটে চলছে। একটা নগরের বুকে মিশে থাকে বিষাক্ত সূর্যালোকের আভা তিক্ত ভেঙ্গে পড়া সময়ের শেষ স্মৃতি... একটি নগরে মিশে থাকে শত বর্ণালী হাসি কান্না। প্রতিনিয়ত সেই নগরের বুকে চাষ করি নানা রং আলপনা। তারপর!! এক সময় মুখ থুবড়ে মুখোমুখি দাঁড়াতে হয় অর্ধ আমাকে... সম্পূর্ণ আমার মুখোমুখি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.