কেএসআমীন ব্লগ
কিছু দুষ্কৃতিকারী নাকি প্রথমআলো পত্রিকার কপি আজকাল হকারদের কাছ থেকে সকালবেলা ছিনিয়ে নিচ্ছে। আপত্তিকর সি্টকার লাগিয়ে দিচ্ছে। বিলি করতে দিচ্ছে না। ঢাকার উত্তরায় নাকি এদের অপতত্তপরতা সবচাইতে বেশী। এরা কারা? দেশের প্রধান এই দৈনিকটি আজ কাদের রোশানলে পড়লো? আলপিন নিয়ে সৃষ্ট বিপত্তি ইতিমধ্যেই কেটে যাওয়ার কথা।
কোন লেখকের লেখার উপর যদি কারো আপত্তি থাকে তো সেই পত্রিকাতেই প্রতিবাদ করার কথা। শত শত লেখকের লেখায় একটি পত্রিকা উপজীব্য হয় প্রতিদিন। সম্পাদকের পক্ষে সবকিছু সবসময় খেয়াল করার কথা নয়। আপত্তিকর কিছু থাকলে সেটা সম্পাদকীয় নীতি কিনা সেটাই দেখার বিষয়। কিন্তু দেখা গেল পত্রিকার সম্পাদক প্রকাশিত লেখার ব্যাপারে বারবার মাফ চেয়েও পরিত্রাণ পাচ্ছেন না।
এটা কেন হচ্ছে? এখানে কোন বিশেষ গোষ্ঠী কি ফায়দা লুটার চেষ্টা করছে। এই দায়িত্ব সরকারের সর্ব্বোচ্চ মহলকেই নিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।