গত ডিসেম্ভর ২৪, ২৫ ও ২৬ (শুক্র, শনি ও রবিবার) টরন্টো কনভেনশন সেন্টারে নর্থ আমেরিকার কলেজ বিশ্ববিদ্যালয়ের মুসলিম যুব সমাজের আয়োজিত সাড়া জাগানো রিভাইবিং দি ইসলামিক স্পিরিট (আরআইএস)এর ৯ম বাৎসরিক মহাসম্মেলন অনুষ্ঠিত হল। আমেরিকার ৯/১১ সন্ত্রাসী হামলার পর ইসলাম সর্ম্পকে বিশেষ মহলের অপপ্রচারে যে নিগেটিভ ধারনা জন্মেছে তা দূর করতে মুসলিম যুব সমাজ পশ্চিমা বিশ্বে কিভাবে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন এবং ইসলামের নামে যে সব সন্ত্রাসী অপকর্ম ঘটেছ তার বিরোধীতা করে কি ভাবে মুসলিমরা এসব থেকে সমাজকে রক্ষা করতে পারে সে বিষয়েই মুলত প্রতি বছর আলোচনা করা হয় এ সম্মেলনে । আর আই এস সম্মেলন টরন্টো মুসলিম যুবসমাজের এক অনন্য সফল প্রচেষ্টা হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে বিভিন্ন মহলে । প্রতি বছর হাজার হাজার তরুন তরুনীদের পদভরে মুখরিত হয় এ সম্মেলন। এ বছর প্রায় ১৭ হাজারের অধিক লোকের সমাগম হয়েছিল এ সম্মেলনে। এবারের সম্মেলনে বক্তাদের মধ্যে ছিলেন শেখ হামজা ইউসুফ (আমেরিকা), ডঃ তারিক রামাধান (সুইজারল্যন্ড), ডঃ উমর আব্দুল্লাহ (আমেরিকা), আমের খালেদ (মিশর) এবং মহিলা বক্তাদের মাঝে ছিলেন ডঃ ইনগ্রিড মেটসন (কানাডা) আয়েশা আল অদাউইয়া (আমেরিকা) আমিনা জানদালী (আমেরিকা) এবং সেতাঙ্গ আমেরিকানদের অধীকার আন্দোলনের মহান নেতা মেল্কম এক্স তনয়া এম্ভেসেডার সাহবাজ সহ বিশ্বের বিভিন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ।
এবারের সম্মেলনে মহিলা পুরুষ সহ পাঁচ জন অমুসলিম মন্চে এসে সবার সামনে কলেমা অর্থাৎ " আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই এবং মোহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত শেষ রাসুল / প্রফেট " এই ঘোষনা দিয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন।
তারেক রামাদানের বক্তব্য শুনুন :
http://www.youtube.com/watch?v=zNrD93cYxN8
সম্মেলনের ট্রেইলার দেখুন
http://www.youtube.com/watch?v=qNTg1pbXn4M
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।