জাতীয় প্রেসক্লাব নির্বাচনে বিজয়ী সবুজ-আবদাল প্যানেলকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে ব্যালট বক্স ছুঁড়ে ফেলে রেজাল্ট সীট ছিঁড়েছে বহিরাগতরা। তারা মিছিল করে প্রেসক্লাবের দ্বিতীয় তলার অফিস কক্ষের দরজায় ভাঙচুরের চেষ্টা চালায়, নোটিশবোর্ড ভাঙচুর করে ও সাধারণ সম্পাদকের দরজায় লাথি মারে।
এর আগে শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আয়োজিত এক সভায় বিজয়ী কমিটিকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে ঘোষণা দেয় পরাজিতরা।
এ সময় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, গোলাম সারওয়ার, সাইফুল আলম, আলতাফ মাহমুদ, আবু জাফর সূর্য, হাসান শাহরিয়ার, মঞ্জুরুল আহসান বুলবুল, শ্যামল দত্ত ও শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।
সভায় ইকবাল সোবহান চৌধুরী বলেন, এ নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা নেই।
তারা ভোট জালিয়াতি করেছে। রাতে ভোট গ্রহণের সময় শিবির-ছাত্রদল নেতাকর্মীরা প্রেসক্লাবে প্রবেশ করে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দিয়েছে। এ সময় সারওয়ার-সাইফুল প্যানেলের এজেন্টরা ছিলো না। তারা নিজেদের মতো ভোটগ্রহণ সম্পন্ন করেছে। এ সভায় তিনি নতুন কমিটির বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেন।
সভায় উপস্থিত সারওয়ার-সাইফুল প্যানেলের নেতারা নতুন কমিটিকে প্রেসক্লাবে কাজ করতে না দেয়ার দাবি জানান। এ সময় ইকবাল সোবহান চৌধুরী এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। এর পরপরই সারওয়ার-সাইফুল প্যানেলের সমর্থকরা প্রেসক্লাবের নিচে এসে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় উঠে যায়।
প্রসঙ্গত; ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব নির্বাচনে সবুজ - আবদাল প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়।
দুই প্যানেলের এজেন্টদের উপস্থিতিতে রাতভর গণনা শেষে আজ সকালে এ ফলাফল ঘোষণা করা হয়।
নিচে বিবৃতির কপি দেয়া হল
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।