আমাদের কথা খুঁজে নিন

   

লিরিকস চাই?

<<মধ্যরাতের হাইওয়ে>>

আমরা সবাই কম-বেশি গান শুনি। গানের মধ্যে যে কি জীবনীশক্তি লুকিয়ে আছে, তা শ্রোতা মাত্রই বলতে পারবেন। আজ কিছু ইংরেজি গানের লিরিকসের সাইট আপনাদের সাথে শেয়ার করব। নববর্ষের উপহারও বলতে পারেন। ইংরেজি গানের পুরো লিরিকস আমরা অধিকাংশ বাংলাদেশীরাই বুঝতে পারিনা।

কিছু না কিছু অস্পষ্টতা থেকেই যায়। তো সেগুলোর লিরিকস আমরা সহজেই গুগল কিংবা ইয়াহুতে সার্চ দিলেই পেয়ে যেতে পারি। কিন্তু সবগুলো সাইটে সবধরনের সিঙ্গারের গানের লিরিকস নাও দেয়া থাকতে পারে। তাছাড়া অনেকে হয়তোবা এতটুকু কষ্টও স্বীকার করতে চাইবেন না। ধরুন, আপনার একটা ইংরেজী গান খুব পছন্দ হল।

কিন্তু পুরো লিরিকসটা বুঝতে পারছেন না। আপনার পিসিতে অডিও প্লেয়ারের সাথে সাথে লিরিকস দেখার সফটওয়্যারটাও নেই। তখন কি করবেন? গান শোনা বাদ দিবেন? দুই-তিনটা ক্লিকেই কিন্তু লিরিকসটি পেয়ে যেতে পারেন। সং লিরিকস এই সাইটটির উপর আমি বেশি নির্ভর করি ই লিরিকস মেট্রো লিরিকস এই সাইটে শুধু লিরিকসই নয়, সেলিব্রেটি নিউজ কিংবা টপ সং-সবই পাবেন এ টু জেড লিরিকস এমপিথ্রি লিরিকস এই সাইটে আপনি আর্টিস্ট বাই এলফাবেট, বাই পপুলারিটি, বাই আ্যাক্টিভিটি: সংস বাই পপুলারিটি, বাই এলফাবেট, বাই টাইম চেঞ্জড ইত্যাদি অনুসারেও খুজে পাবেন লিরিকস্টি ইলিরিকস ওয়ার্ল্ড এই সাইটটিতে ৮০০০ এরও বেশি সিঙ্গারের ২০০০০০ এরও বেশি গানের লিরিকস রয়েছে। এছাড়া এখানে একেবারে লেটেস্ট গানগুলোও পাবেন।

লিরিকসবে কো ভিডিও যোন লিরিকস লিরিকস মোড লিরিকস ০০৭ এবসলিউট লিরিকস স্মার্ট লিরিকস লেটসি নাইট ইজি লিরিক এ জেড লিরিকস এই সাইটগুলোতে লিরিকসের পাশাপাশি আরও নানারকম ফিচার জুড়ে দেয়া আছে। তাছাড়া আপনিও লিরিকস এড করতে পারবেন। আশা করি সবার ভাল লাগবে। প্লেয়ারের মধ্যে গানের সাথে সাথে লিরিকস চাইলে এই পোস্টে (টেকি মামুন) যেতে পারেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.