আমাদের কথা খুঁজে নিন

   

লিরিকস ১: "বন্ধু"

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না।

তোমার বুকে মাথা রেখে হেসেছি কতদিন চোখের জলে ব্যথা নিয়ে কেদেছি কতরাত আমার বুকে মুখ লুকিয়ে তুমিও হাসতে কষ্ট পেলে সবার অগোচরে তুমিও অশ্রু ফেলতে ।। আজ কোথায় আমি কোথায় তুমি -ব্যবধান বহুদূর নীরব আশার অন্ধকারে তুলেছি নতুন সুর তুমিও হাসছ অন্যকোথাও নয়তো কাঁদছ নাকি আমার কথা মনে করে বসে বসে ভাবছ ।। হাসি কান্নার দিন শেষে আসবে জানি মরণ ভোলা হবে না তোমায় আমার করেই যাবো স্বরণ বন্ধু- কেমন আছো বলো ! ভালো যদি থাকো তবেই ভালো না থাকলেও ভালো থাকো । তোমার বুকে মাথা রেখে হেসেছি কতদিন চোখের জলে ব্যথা নিয়ে কেদেছি কতরাত আমার বুকে মুখ লুকিয়ে তুমিও হাসতে কষ্ট পেলে সবার অগোচরে তুমিও অশ্রু ফেলতে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.