একজন খেটে খাওয়া-শ্রমজীবী মানুষ। নিজের অধিকারের কথা বলতে চাই ও অন্যের শুনতে চাই। তাই বলে দেশ, দেশের মাটি, আলো-বাতাশ ও মানুষকে বাদ দিয়ে নয়।
ওরা গার্মেন্টস শ্রমিক। নভে¤^রের মজুরির সাথে পেয়েছেন বাড়তি মজুরি। সেই সাথে বেড়েছে নিত্যপণ্যের দাম, বাড়ছে বাড়ি ভাড়া। শ্রমিকরা কি বাড়তি মজুরি কি কোন কাজে লাগাতে পারবে? নাকি বাড়তি মজুরি বাজারের আগুনের বাড়তি মেটাতে তেজ মেটাতেই হিমসিম কেতে হবে? কি বলবেন গার্মেন্টস মালিক ও সমাজের কর্ণধররা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।