আমাদের কথা খুঁজে নিন

   

হিসেবের খাতা

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

দেখতে দেখতে চলে গেল ২০১০। জীবন থেকে আরো একটি বছর চলে গেল।

আর মাত্র কয়েকটা ঘন্টা, তার পরেই শুরু হবে নতুন বছর। নতুন শিডিউলে সব চলবে পাশা পাশি পুরোনো গুলোও থাকবে। এই সময়টিতে অনেকেই বসে যান হিসেব কষতে। পাওয়া না পাওয়ার হিসেব করেন। বরাবরই হিসেব-নিকেষে দুর্বল।

কখনই হিসেব মিলিয়ে মিলিয়ে দেখিনি। জানি মেলাতে পারবো না। তার পরেও চেষ্টা করতে দোষ কি.... ১২ টি মাস অথবা ৩৬৫ টি দিন নিয়ে একটি বছর। কারো কাছে অনেক লম্বা সময় কারো কাছে অনেক কম সময়, দেখতে দেখতেই চলে গেল বলে... ক্লাশ এইটে ওঠার আগ পর্যন্ত বছর গুলো মনে হয় শেষই হতে চাইত না। কখন বার্ষিক পরীক্ষা শেষ হবে।

শেষ হলেই যে বাড়ীতে যাওয়া। নাইনে উঠলে আর বার্ষিক পরীক্ষার সিস্টেম না থাকাতে বছর নিয়ে মাথা ব্যথা ছিল না তখন সাল নিয়ে চিন্তা করতাম...০৭, ০৯... ২০১০ সালের হিসেব মেলাতে গেল একটু পেছনে ০৯ এ যেতে হবে। জীবনের শেষ বোর্ড পরীক্ষা দিয়ে নতুন একটি জীবনে সফল ভাবে প্রবেশের জন্যে প্রস্তুতি চলছিল। প্রস্তুতি শেষ, পরীক্ষাও শেষ কিন্তু আশানুরুপ ফল আর পাওয়া হল না। তার মাঝেই চলে এলো নতুন বছর, ২০১০।

আবার শুরু হল লক্ষে পৌছুবার চেষ্টা......অবিরাম চেষ্টা প্রায় সারা বছর ই চলেছিল। কাংখিত সময়টি এলে আগেবারের ভূল-ত্রুটি গুলো ঝালাই করে গুরুত্ব সহকারেই চলছিল প্রস্তুতি। চলেও এলো সেই সময়টি....যার জন্যে এত কিছু....কিন্তু ফলাফল(!) বরাবরের মতই....শূণ্য.... ছোট ছোট চাওয়া কোনটিই অপূর্ণ থাকে নি কিন্তু সব চেয়ে বড় চাওয়াটিই পাওয়া হল না....(!) কিছুই করার নেই, মেনে যে নিতেই হবে। পুরোনো খাতা বন্ধ করে নতুন খাতায় আবার নতুন করে হিসেব মেলাতে হবে যাতে আগেরবারের শুণ্য কে পূরন করেও বোনাস অর্জন করা যায়। জানিনা কতটুকু কি পারবো....চরম কষ্ট লাগে যখন দেখি সবগুলো চাওয়া-ই পাওয়া-তে পরিণত হচ্ছে কিন্তু বিনিময়ে কিছুই দিতে পারছি না....পারলাম না....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।