আমাদের কথা খুঁজে নিন

   

হিসেবের বাইরে কিছুক্ষন

হঠাৎ শুন্যতা ...................

সেদিন থেকে কতখানি পথ হেটে এলে কত গল্প, কত কথা, কতই বা গুনগুনিয়ে গান একা কিংবা দ্বৈত কন্ঠে। জিবন্ত হত কতনা রবি-বিভূতী-র সৃষ্টি, এতটা পথের ক্লান্তি চাপা পড়ে রইল বলা না বলা শব্দ স্রোতে। তুমি কথা বলছিলে শুকনো ঝরা পাতার মত হাওয়ায় ভাসিয়ে, অনিশ্চিৎ গন্তব্যে মত, তোমার হাসি ছড়িয়ে পরছিলো পাহাড়ী নদীর জল তরঙ্গের মত, তুমি কথা বলেছিলে, হেসেছিলে আর ছুটে চলেছিলে চঞ্চলা হরিণির মত। আমি দেখছিলাম, আমি শুনছিলাম তোমাকে তোমার শব্দস্রোত আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো বহু দূর; যেখানে জীবন যুদ্ধের ক্লান্তি নেই, পরাজয়ের গ্লানী নেই, আনিশ্চিত ভবিষ্যতের আতঙ্ক নেই, শুধু অনাবিল শান্তি নিয়ে বাহিসেবি পথ চলা অনন্তের পথে কিছুক্ষন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।