মাঝে মাঝে নিজেকে কেমন যেন ব্যর্থ মনে হয়.......অচল। কত কছিুর সাথে খাপ খাইয়ে চলতে পারি না বলে মাঝে মাঝে জীবনটা যেন স্থবির হয়ে যায়। কখনও ভাবি আমাকে দিয়ে ত কারো কোন অমঙ্গল কামনা হয় না, নিজের স্বার্থের কথা ভেবে এমন কোন অন্যায় কি করি?নাহ্ । ভাবি আমি ত সততা নিয়ে চলি তবু কেন ঠকে যাই, ঠেকে যাই। এত সাধারণ হয়ে বোধ হয় জীবনের গতিকে ঠিক রাখা যায় না।
হায়রে মন!!!!!!!!!এতকিছু ভেবেও মন আমাকে আটকে রাখে একই জায়গায়। ধূর্ততা নেই বলে আমি অনেক কিছু থেকেই বঞ্চিত, যা আমার প্রাপ্য শতভাগ তাও আমি পাই না বরং হারিয়ে ফেলি.......ঠকে যাই অনেক ধূর্ত মানুষ নাকি অমানুষের কাছে। আমি ধূর্ত নই.....কিন্তু আমি বোকা নই......কত কি বুঝেও চুপ করে থাকি.......কখনও সরে আসি নিজের জায়গা থেকে। কেন এই পরাজয়?একজনের অন্যায় আচরণ, মিথ্যাচারিতার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারলাম না......নিজের প্রতি অন্যায়কে না মেনে সরে গেলাম আমার জায়গা থেকে......ধূর্ত মানুষটার প্রতি প্রথিবীর সবটুকু ঘৃণা মনে নিয়ে। ভেবেছিলাম আমার সরে যাওয়াটা বুঝি প্রতিবাদ কিন্তু আজ মনে হচ্ছে এইভাবে প্রতিবাদ হয় না বরং হেরে যাওয়া হয়।
শিয়াল প্রকৃতির মানুষগুলোই টিকে থাকে দাপটের সঙ্গে। সরল সাধারণ মানুষগুলো অন্যায়ের শিকার হয়......তাহলে কি ঈশ্বর, প্রকৃতি সবসময় ন্যায় বিচার করেন না?কত কি যে অভিযোগ জমে গেছে মনের ভিতর......তবে আজ মনে হচ্ছে এবঅবে পরাজয় মেনে নেয়ার কোন মানে হয় না......শেয়াল স্বভাবের মানুষগুলোর বুঝা উচিত তারা কতটা জঘন্য, নগন্য। একটা জায়গায় চরম সংকটময় সময়ে নিজের সবটুকু ক্ষমতা, অনুভূতি দিয়ে একা কত কি সামলে কাজ করেছি। যখন আমার কিছু শতভাগ প্রাপ্য হলো তখন একজন সেই প্রাপ্যটুকুর বিরুদ্ধে মিথ্যাচার নিয়ে দাঁড়াতে গেলো। রাগে, ঘৃণায় প্রতিবাদ করতেও মন সায় দিলো না......সিদ্ধান্ত নিলাম সরে দাঁড়ানোর....কিন্তু ঠিক হলো না।
সব মানুষের ক্ষমতা নেই ঘৃণা বুঝার.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।